আগামীকাল বাংলাদেশ ফুটবল ও ক্রিকেট উভয় দলই আফগানিস্তানের বিপক্ষে লড়বে। ক্রিকেট ম্যাচটি পাকিস্তানে এবং দেশের মাটিতে হবে ফুটবলের লড়াই। আজ (শনিবার) ফুটবল দলের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উঠে এসেছে আগামীকালের বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট প্রসঙ্গও। 

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ক্রিকেট দলের জন্য শুভকামনা। আশা করি তারা জিতবে। একই সাথে আশা করি, যারা ক্রীড়াপ্রেমী আছে, তারা আমাদের ফুটবল ম্যাচও দেখবে।’

ফুটবল এবং ক্রিকেট উভয় খেলায় জিতলে দেশের ক্রীড়াঙ্গনের জন্য দারুণ এক বিষয় হবে। এই প্রসঙ্গে ফুটবল দলের অধিনায়ক বলেন,‌ ‘যদি দুই ম্যাচেই বাংলাদেশ জিতে, তাহলে বাংলাদেশের জন্য ভালো দিন হবে। তাহলে মানুষ মনে রাখবে ক্রিকেট দল জিতেছে, ফুটবল দলও জিতেছে। কিন্তু দিন শেষে ব্যাপারগুলো জয়ের সঙ্গে সম্পর্কিত। আমি আশা করি, দুটি জায়গাতেই বাংলাদেশ জিতবে।’

ফুটবল দলের জয়ের ব্যাপারে আত্নবিশ্বাসী জামাল,‌ ‘সাফে আমরা যে পারফরম্যান্স করেছি, সেই লেভেল ধরে রাখার লক্ষ্য আমাদের। যদি সাফের পারফরম্যান্স ধরে রাখতে পারি, তাহলে আগামীকাল আমরা ভালো একটা ম্যাচ খেলব। আশা করি আমরাই জিতব।’

জেতার আশা ব্যক্ত করলেও প্রতিপক্ষ আফগানদের যথেষ্ট সমীহ করেছেন জামাল,‌ ‘আফগানিস্তানের অধিকাংশ প্লেয়ার ইউরোপে খেলে। কিছু প্লেয়ার খেলে ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। আমি মনে করি তাদের দলটা শক্তিশালী। এটা আমাদের জন্য ভালো। আমাদের পরের ম্যাচ যেহেতু মালদ্বীপের সঙ্গে, সেহেতু তার আগে আমাদের শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা প্রয়োজন।’

এজেড/এএইচএস