প্রশংসায় সালাউদ্দিন
আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় কিংস অ্যারেনা
জাতীয় দলের অনুশীলন দেখতে মাঠে হাজির হয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের জন্য চলমান প্রস্তুতি দেখতে তিনি আজ (শুক্রবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় গিয়েছিলেন। অনুশীলন ভেন্যুতেই বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে। এর মাধ্যমে বাংলাদেশের কোনো ক্লাবের মাঠে আন্তর্জাতিক ফুটবল ম্যাচের ইতিহাস ঘটতে যাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কিংস অ্যারেনায় আন্তর্জাতিক অভিষেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এটা খুবই ইতিবাচক দিক। ফুটবলে এগিয়ে আসায় বসুন্ধরা গ্রুপ এবং তাদের কমিটিকে ধন্যবাদ। এভাবে আরও অন্যরাও আসলে ফুটবল এগিয়ে যাবে।’
বিজ্ঞাপন
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাফুফের সহ-সভাপতি। বসুন্ধরা কিংস এএফসি কাপের ম্যাচ খেলবে কিংস অ্যারেনায়। এর আগেই একই ভেন্যুতে জাতীয় দল খেলতে যাচ্ছে। তাই একটু বাড়তি খুশি কিংস সভাপতি, ‘অবশ্যই ক্লাবের চেয়ে জাতীয় দলের গুরুত্ব বেশি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ দিয়ে কিংস অ্যারেনারে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে এতে আমরা খুবই গর্বিত।’
আরও পড়ুন >> এগিয়ে আসল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ
আন্তর্জাতিক ম্যাচের জন্য কিংস অ্যারেনায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামীকালের মধ্যে চলমান কাজ সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন কিংস সভাপতি।
বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফুটবল খেলেছে। সাফের পর আবার মাঠে নামছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ সাফের সাবেক চ্যাম্পিয়ন আফগানিস্তান। প্রতিপক্ষ নিয়ে বাফুফে সভাপতির পর্যবেক্ষণ, ‘কাগজে কলমে অবশ্যই তারা আমাদের চেয়ে এগিয়ে। সাফের চ্যাম্পিয়ন, তাদের বেশ কয়েকজন খেলোয়াড় ইউরোপেও খেলে।’
বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম ঘাটতির জায়গা স্কোরিং। সেই স্কোরিং নিয়ে সালাউদ্দিন শঙ্কার পাশাপাশি সম্ভাবনাও দেখছেন, ‘আমাদের ঘাটতির জায়গা স্কোরিং। তবে আমরা এখন যে স্টাইলে খেলছি, এভাবে সময় দিলে সমস্যা থাকবে না।’
এজেড/এএইচএস