সাকিবদের সঙ্গে কঠিন লড়াই দেখছেন আফগান কোচ
এবারের এশিয়া কাপ অভিযানের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় দুইশ’র ঘরেও পৌঁছাতে পারেনি সাকিব আল হাসানের দল। যদিও পরবর্তীতে বোলাররা কিছুটা লড়াই জমিয়ে তুলেছিলেন। তবে সেটি যথেষ্ট ছিল না, ফলে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ। এশিয়া কাপে টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে টাইগারদের অবশ্যই জিততে হবে। এদিকে বাংলাদেশের বিপক্ষে নামার আগে ম্যাচটি নিয়ে কথা বলেছেন আফগানিস্তানের কোচ জনাথন ট্রট।
আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘আমি কালকের ম্যাচটি দেখেছি এবং কিছু ভালো জিনিস দেখেছি দুই দলের কাছ থেকেই। আমরা জানি এটা কঠিন হতে যাচ্ছে। আমাদের দুটি খেলাই কঠিন হতে যাচ্ছে আসলে। কিন্তু আমরা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের দিকে ফোকাস করছি। আমরা জানি অবশ্যই তারা জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে।’
বিজ্ঞাপন
‘তাদের জয়ের তাড়না এবং আকাঙ্ক্ষার সঙ্গে আমাদের মিল রাখাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি এই ধরনের মানসিকতা নিয়ে না আসি, তাদের সঙ্গে যদি না মেলে কিংবা তাদের চেয়ে ভালো মানসিকতা এবং ভালো স্কিল নিয়ে মাঠে না নামি; তাহলে আমরা চাপে পড়ে যাব। সবার জন্য আজকে এটাই বার্তা এবং কালকের জন্যও একই। ম্যাচের দিনও এমন বার্তাই থাকবে’, যোগ করেন আফগান কোচ।
আরও পড়ুন >> সুপার ফোরে যেতে বাংলাদেশের জটিল সমীকরণ
এরপর শ্রীলঙ্কা ও পাকিস্তানের আবহাওয়া একই বলে মন্তব্য ট্রটের, ‘শ্রীলঙ্কার হাম্বানটোটা এবং কলম্বোতেও গরম আবহাওয়া ছিল। আমি ঠিক জানি না গতকাল ক্যান্ডিতে কী ধরনের আবহাওয়া ছিল। আমি আসলে তাপমাত্রা দেখিনি, কিন্তু সবগুলো দেশই এই অঞ্চলের। তারা এমন গরম আবহাওয়াতেই বড় হয়েছে। তারা এটার সঙ্গে অভ্যস্ত। আমার মনে হয় না আমাদের কাজে দেবে অথবা আমরা এটা থেকে সুবিধা পাব।’
আরও পড়ুন >> সাকিবের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন রমিজ রাজা
বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলে আজ উড়াল দিয়েছে পাকিস্তান। সেখানে লাহোরে হবে রশিদ খানদের সঙ্গে তাদের ডু অর ডাই ম্যাচ। তবে আগে থেকেই পাকিস্তানে অবস্থান করার বিষয়টি রশিদ খানদের কোনো সুবিধা দেবে না বলে মনে করছেন ট্রট, ‘আমরা যদি এমনটা ভাবি যে বাংলাদেশের আগে এখানে আসায় সুবিধা পাব তাহলে আমরা বিপাকে পড়তে পারি। আমরা আবহাওয়ার ওপর নির্ভর করতে পারি না। আমাদের এটা নিশ্চিত করতে হবে আবহাওয়া যেমনই হোক আমরা যেন সেটার সঙ্গে মানিয়ে নিতে পারি। আমাদের এটাও নিশ্চিত করতে হবে আমরা তাদের চেয়ে ভালো। এই মানসিকতাই সামনে এগোনোর পথ।’
আগামী রোববার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। হাশমতউল্লাহ শহিদীর দলকে হারানোর কোনো বিকল্পই নেই সাকিবদের সামনে। এরপরও এশিয়া কাপের সুপার ফোরে উঠতে টাইগারদের কঠিন সমীকরণের মুখে পড়তে হতে পারে।
এসএইচ/এএইচএস