আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৪ ও ৭ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা। সিরিজের প্রথম ম্যাচটি একদিন এগিয়ে এসেছে। ফলে বসুন্ধরা কিংস অ্যারেনায় আন্তর্জাতিক অভিষেক একদিন আগেই (৩ সেপ্টেম্বর) হচ্ছে৷ 

আফগানিস্তান সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলতে চায়। তারা বাংলাদেশকে আগেই জানিয়েছিল দুই ম্যাচের একটি ফিফা উইন্ডোর বাইরে খেলতে। বাংলাদেশে আসার পরেও তারা এটি জানিয়েছে। আফগানিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে বাফুফে ফিফা ও এএফসির কাছে আবেদন করে। এএফসি আজ সেই আবেদন মঞ্জুর করায় ফিফাও অনুমোদন দিয়েছে। 

ইতোমধ্যে বাংলাদেশে চলে এসেছে আফগানিস্তান ফুটবল দল।

ম্যাচটি একদিন এগিয়ে আসায় আন্তর্জাতিক স্বীকৃতি ঠিক থাকলেও রেটিং কিছুটা কমছে। ফিফা উইন্ডোর মধ্যকার ম্যাচের ফলাফল র‌্যাংকিংয়ে যেভাবে প্রভাব ফেলে উইন্ডোর বাইরের ম্যাচে ততটা পড়ে না। আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলে ফিলিপাইনের উদ্দেশে রওনা হবে। 

প্রথম ম্যাচের দিন এগিয়ে আসলেও সময়সূচি অবশ্য ঠিকই রয়েছে। বিকেল পাঁচটায় কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি স্পোর্টসের সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। 

এজেড/এফআই