জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরুর দশ দিনেরও বেশি হচ্ছে। আজকের (বৃহস্পতিবার) অনুশীলন সেশনটা ছিল ভিন্ন আমেজের। এদিনই দলের সঙ্গে প্রথম অনুশীলন করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। সুদূর আর্জেন্টিনা থেকে প্রায় দেড় দিন ভ্রমণের পর একদিন বিশ্রাম নিয়েই পূর্ণাঙ্গ অনুশীলনে জামাল। 

জামালের এই নিবেদনের প্রশংসা ঝরেছে জাতীয় দলের সহকারী কোচ ও সাবেক অধিনায়ক হাসান আল মামুনের কণ্ঠে, ‘জামাল অনেক জার্নি করে এসেছে। প্রথমেই তাকে কোচ জিজ্ঞেস করেছিল আজকের অনুশীলনে আসবে কিনা। সে বলেছে পূর্ণাঙ্গ অনুশীলনই করবে। এতে কোচ ও আমরা খুবই খুশি হয়েছি।’

জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে পেরে খুশি অধিনায়ক জামালও। তিনি বলেন, ‘আমারও ভালো লাগছে। দলের সঙ্গে গতকাল যোগ দিয়েছি। আজ অনুশীলন করলাম।’ 

জামাল আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগের ক্লাব সোল দা মায়োর হয়ে খেলছেন। মাত্র একটি ম্যাচ খেলেই বাংলাদেশে এসে পড়েছেন। সেই ম্যাচ খেলা ও সপ্তাহখানেক আর্জেন্টিনা থাকার অভিজ্ঞতা সম্পর্কে জামাল বলেন, ‘সেখানে সব কিছুই ভিন্ন। খাবার, মানুষ, আবহাওয়াও ভিন্ন। এখন সেখানে শীত। খেলার ধরনেও ভিন্নতা রয়েছে। তবে আমি সেটা উপভোগ করেছি এবং ভালো অভিজ্ঞতা অর্জন করেছি।’

সোল দা মায়োতে জামালের অভিষেকই হয়েছে অধিনায়কত্ব দিয়ে। এই প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমি সেখানে নতুন খেলোয়াড়। ক্লাব সভাপতি আমাকে অধিনায়ক দিয়েছে। আমি এতে খুশি।’

আর্জেন্টিনা অধ্যায় আগামী কয়েকদিন দূরে ঠেলে জামালের মনোযোগ এখন আফগানিস্তান ম্যাচে। ৪ ও ৭ সেপ্টেম্বর কিংস অ্যারেনায় দুটি ম্যাচ। এই দুই ম্যাচ ও প্রতিপক্ষ সম্পর্কে জামালের পর্যবেক্ষণ, ‘আফগানিস্তান আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে, ফলে তারা অবশ্যই ভালো দল। আর খেলা যেহেতু আমাদের মাঠে, এটি আমাদের জন্য ইতিবাচক। ’

বাংলাদেশ সাফে দুর্দান্ত ফুটবল খেলেছিল। সাফের পর আবার মাঠে নামছে বাংলাদেশ। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখতে চান অধিনায়ক, ‘সাফে আমরা ভালো খেলেছিলাম। এখানেও চেষ্টা করব সেই রকম খেলতে।’

এজেড/এএইচএস