দারুণ নৈপুণ্যে ইন্টার মায়ামির জন্য নতুন ইতিহাস লিখছেন লিওনেল মেসি। আমেরিকান ক্লাবটিতে যোগ দিয়েই ৩৫ বছরের আর্জেন্টাইন মহাতারকা যেন তরুণ বয়সটাকে ফিরিয়ে আনলেন! কয়েকদিন আগেই মায়ামিকে লিগস কাপের চ্যাম্পিয়ন বানিয়েছেন টানা সাত ম্যাচে গোল করা মেসি। এবার ইউএস ওপেন কাপেরও ফাইনালের টিকিট কেটেছে মায়ামি। তবে এর ভেতরই মেসিদের ম্যাচটির ফলাফল ‘পূর্ব-পরিকল্পিত’ (স্ক্রিপ্টেড) বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে তার জবাবও দিয়েছেন ক্লাবের সহ-মালিক ডেভিড বেকহাম।

সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসি মায়ামি অধ্যায় শুরুর পর থেকে এখন পর্যন্ত হারের তিক্ততা পাননি। সর্বশেষ আট ম্যাচেই জয় পেয়েছে তার দল। অথচ দলটি এর আগের ১১ ম্যাচে টানা পরাজয়ের বৃত্তে আটকে ছিল। এরপর মেসি মায়ামির গোলাপি জার্সি গায়ে তুলতেই এসেছে টানা জয় আর তার ফল লিগস কাপের শিরোপা। যা তাদেরকে কনকাকাফে খেলারও টিকিট এনে দিয়েছে। এরপর ইউএস ওপেন কাপেরও ফাইনালে উঠল মায়ামি।

দলের এমন অর্জনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সাত ম্যাচে তিনি একাই করেছেন ১০ গোল। এর মাধ্যমে ক্লাব ক্যারিয়ারের সর্বোচ্চ ৪৪তম ট্রফিও এখন মেসির দখলে। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত মায়ামির তিনটি ম্যাচ টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে। যা নিয়ে প্রশ্ন তুলেছে একটি পক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে পূর্ব-পরিকল্পিত বলে তারা অভিযোগ তুলেছেন। কেউ কেউ বলছেন, নতুন ক্লাবে মেসির উপস্থিতি নিয়ে দর্শক উন্মাদনাকে কাজে লাগানো হচ্ছে। এছাড়া লিগস কাপের ফাইনালে ১০টি পেনাল্টি শ্যুট-আউট আয়োজনের বিষয়টিও ম্যাচ জমিয়ে তোলার জন্য সাজানো বলে দাবি করছেন তারা।

আরও পড়ুন >>  অবসর নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির

এমন অভিযোগের বিষয়ে এতদিন পর্যন্ত এমএলএস ও মায়ামির কর্তৃত্বস্থানীয় কাউকে মুখ খুলতে দেখা যায়নি। তবে এমন নেতিবাচক মন্তব্যকেও ইতিবাচকভাবে দেখছেন ইংল্যান্ড কিংবদন্তি ও মায়ামির সহ-মালিক ডেভিড বেকহাম। মাঠে মেসির উপস্থিতিকে তিনি নিজের বানানো হলিউডের ব্লকবাস্টার মুভিতে নায়কের চরিত্রে অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন। এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম।

বেকহাম বলছেন, ‘প্রতিবারই লিও এমন এক গোল করে, বুসি (সার্জিও বুসকেটস) এমন এক পাস দেয় এবং জর্দি (আলবা) এমন এক দৌড় দেয়। যাকে মানুষ বলছে পূর্ব-পরিকল্পিত? আমার মতে এটি এসব তারকা ফুটবলারের জন্য বৃহৎ প্রশংসার মতো। এটি একটি মুভির মতো, যেখানে তুমি এমন খেলোয়াড়দের খেলতে দেখে আবেগী হয়ে পড়বে; কারণ তাদের খেলতে দেখাটাই অনেক সুন্দর।’

আরও পড়ুন >>  Lionel Messi : অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মেসি (ভিডিও)

দলের প্রধান ফুটবলারদের প্রশংসা করে সাবেক এই ইংলিশ অধিনায়ক আরও বলেন, ‘মাঠে তাদের ম্যানারটাই সুন্দর এবং স্বতন্ত্রভাবে তারা নিজেদের মতো দলের জন্য অবদান রাখে। মাঠে তাদের দেখতে পাওয়াটা সুন্দর।’

পিএসজি ছেড়ে আমেরিকান ক্লাবটিতে যোগ দিয়ে বেশ নির্ভার মেসির দেখা মিলেছে। যার দারুণ ফলও পেয়েছে মায়ামি। তাদের সামনে এখন অপেক্ষা করছে আরেকটি ইউএস ওপেন কাপের শিরোপা। এ নিয়ে মায়ামির এই সহ-মালিক বলছেন, ‘গোলাপী জার্সিতে এটি আরেকটি মহান রাত। দলের পক্ষ থেকে আরেকটি মহৎ পারফরম্যান্সের বদৌলতে আমরা ফাইনালে উঠেছি। তাদের নিয়ে আমি গর্বিত।’

এএইচএস