নারী ফুটবলে কার বেতন কত?
লম্বা সময় ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সাবিনাদের দাবি ছিল, মাসিক ৫০ হাজার টাকার বেতন। বুধবার বাফুফে ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুম থেকে পাওয়া গেল সেই দাবি পূরণের খবর। দেশের ৩১ জন নারী ফুটবলারদের সঙ্গে নতুন করে ছয় মাসের চুক্তিপত্র করেছে ফুটবল ফেডারেশন।
৩১ জন ফুটবলারের মধ্যে ১৫ জন ৫০ হাজার, ১৪ জন ৩০ হাজার আর দুইজন যুক্ত হয়েছেন ১৫ হাজার টাকার চুক্তিতে। চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
বিজ্ঞাপন
তবে চুক্তি শেষ হবার পর কে কোন ক্যাটাগরিতে চুক্তি করেছেন তা প্রকাশ করেনি বাফুফে। অনুষ্ঠানে সাংবাদিকরা চুক্তি অনুযায়ী খেলোয়াড়দের নাম জানতে চাইলেও এড়িয়ে যায় ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত অবশ্য সেই নামগুলো প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: সাবিনাদের বেতন বেড়ে ৫০ হাজার, আরো দিতে চান সালাউদ্দিন
গত কয়েক মাস ধরেই আর্থিক ও অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবি করছিলেন সাবিনারা। আর্থিক সীমাবদ্ধতায় ফেডারেশন সেই দাবি পূরণ করেনি। তবে নতুন চুক্তিতে নারী খেলোয়াড়দের বেতন দ্বিগুণের বেশি করেছে ফেডারেশন। এই অর্থের যোগান সম্পর্কে ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আমাদের স্পন্সর ও ফিফা ফান্ড রয়েছে। সেখান থেকে এটা ম্যানেজ হবে। আমার সামর্থ্য থাকলে আরো বেশি দিতাম।’
ফেডারেশন দাবি মেনে নেওয়ায় সাবিনাদের মুখেও তৃপ্তির হাসি, ‘আমার এখানে কোনো বিষয় নয়, আমাদের। আমাদের আবদার পূরণ হওয়ায় খুশি।’ চুক্তির পর নারী ফুটবলাররা আরো ভালো পারফরম্যান্স করবেন এটাই প্রত্যাশা মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের, ‘এখন থেকে মেয়েরা আরো ভালো ফুটবল খেলবে এই বিশ্বাস করি।’
চুক্তিবদ্ধ নারী ফুটবলারদের তালিকা
৫০ হাজার টাকা | সাবিনা খাতুন, রুপনা চাকমা, মাসুরা পারভীন, শামসুন্নাহার, শিউলি আজিম, নিলুফার ইয়াসমিন, আনাই মোগিনি, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, রিতু পর্ণা, সানজিদা আক্তার, মার্জিয়া, কৃঞ্চারানী সরকার, তহুরা খাতুন |
৩০ হাজার টাকা | সোহাগি কিসকু, স্বপ্না রানী, আফিদা খন্দকার, শাহেদা আক্তার, স্বর্না রানী মন্ডল, আকলিমা খাতুন, সুরমা জান্নাত, সাথী বিশ্বাস, সাতসুশিমা সুমাইয়া, উন্নতি খাতুন, হালিমা আক্তার, কোহাতি কিসকু, নাসরিন আক্তার, ইতি খাতুন |
১৫ হাজার টাকা | মিস রুপা ও আইরিন খাতুন |
জেএ