ফাইল ছবি

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে ৫-৩ গোলের ব্যবধানে হেরেছে ব্রাজিল। খুব কাছে গিয়ে শিরোপা হাতছাড়া করলেও দলের পারফরম্যান্সে খুশি কার্লোস জ্যাকস।

চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। ফাইনালের আগে পর্যন্ত অপরাজিত ছিল সেলেসাওরা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে এসেই হোঁচট খেল তারা।

অবশ্য ফাইনাল হারলেও ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ফুটবলারদের প্রশংসা করেছেন। তিনি বলেন, 'আমি খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বিত। বোর্ডের পক্ষ থেকে দারুণ সহযোগিতার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। খেলোয়াড়দের ধন্যবাদ জানাই, তাদের পরিশ্রম এবং লড়াকু মনোভাবের জন্য। টুর্নামেন্টের তিন আসরের ফাইনাল খেলে আমরা মাথা উঁচু করেই বিদায় নিয়েছি।'

এর আগে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-চিলি। ম্যাচটিতে ব্রাজিল ৪-৩ গোলে হারায় চিলিকে। আর গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ১০ গোলের ব্যবধানে হারিয়েছিল তারা। তাছাড়া গ্রুপ পর্বে কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলাকেও হারিয়েছিল ব্রাজিল।

এইচজেএস