খেলোয়াড়ি জীবনে গোল, শিরোপাসহ প্রায় সবক্ষেত্রেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। মাঠের খেলায় দুজন এখন দুই প্রান্তে। একজন সৌদি লিগ মাতাচ্ছেন, আরেকজন ব্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের লিগে। তবে এখনও দুজনের প্রতিদ্বন্দ্বিতার ধার কমেনি। ভক্ত-সমর্থকদের আগ্রহ কি কমেছে? মোটেও না। সোশ্যাল মিডিয়ায় কার কত অনুসারী এসব নিয়েও তর্ক চলে হরহামেশা। 

তেমনই এক প্রতিযোগিতায় সব ক্রীড়াবিদকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো প্রথম হয়েছেন পর্তুগিজ সুপারস্টার। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী টানা তৃতীয় বছরের মতো ইনস্টাগ্রামের শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হয়েছেন।

গত মাসে মেসিকে টপকে রীতিমতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন রোনালদো। ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় রোনালদোর সবার ওপরে থাকার বিষয়টি নিশ্চিত করে গিনেস কর্তৃপক্ষ। এবার ২০২৩ সালের ইনস্টাগ্রামে শীর্ষ আয়ের ব্যক্তি হলেন সিআরসেভেন।

তালিকাটি তৈরি করেছে ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউ। অভ্যন্তরীণ ও উন্মুক্ত তথ্যের ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। ইনস্টাগ্রাম ও ইউটিউবের প্রতিটি পোস্টের জন্য ব্যবহারকারীরা কত অর্থ চান, সেটা বিবেচনা করা হয়েছে।

হুপার এইচকিউর ডেটা অনুযায়ী, রোনালদো ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য ৩.২৩ মিলিয়ন ডলার পান। বাংলাদেশি মুদ্রায় যা ৫ কোটি ৪৯ লাখ টাকা। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা প্রায় ৬০ কোটি। এখানেও রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রতিটি পোস্টের জন্য পান ২.৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৮ কোটি ৫৬ লাখ টাকা। 

ইনস্টাগ্রামে আয়ের নিরিখে খেলার বাইরে অন্য তারকাদেরও পেছনে ফেলেছেন রোনালদো–মেসি। সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ, অভিনেতা ডোয়াইন ‘দ্য রক’ জনসনকেও পেছনে ফেলেছেন দুজনে। ২০ জনের তালিকায় আর মাত্র দুজন ক্রীড়াবিদ জায়গা পেয়েছেন। তারা হচ্ছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও ব্রাজিলিয়ান নেইমার। 

এফআই