ফাইল ছবি

আগামীকাল সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক পাবে সাফ জয়ী নারী ফুটবল দল। ২৩ জনের স্কোয়াডের সঙ্গে সাফ জয়ী দলের কোচিং স্টাফ, কর্মকর্তারাও সেই অনুষ্ঠানে আমন্ত্রিত। সাবিনাদের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন আগামীকালের অনুষ্ঠানে যাওয়ার মনস্থির করেছেন।

২৮ মে বাফুফেতে পদত্যাগ পত্র দিয়েছিলেন ছোটন। এরপর বাফুফে অনুরোধ করলেও তিনি কাজে যোগ দেননি। নেপাল ম্যাচের আগে নারী দলের কোচিং স্টাফ, খেলোয়াড়রা ফোন করলেও ছোটন রিসিভ করেননি। গত দুই মাস সাবিনা-সানজিদাদের সঙ্গে দেখা হয়নি ছোটনের। আগামীকালের অনুষ্ঠানে শিষ্যদের সঙ্গে গুরুর দেখা হওয়ার সমূহ সম্ভাবনা। 

আগামীকালের অনুষ্ঠানের নিজের উপস্থিতি নিয়ে ছোটন বলেন, 'সকালে আমার অনুশীলন রয়েছে (সেনাবাহিনী নারী দল)। অনুশীলন করিয়ে অনুষ্ঠানে যাব।’ সাবিনারা ছোটনের খুবই ভক্ত। শিষ্যরা অনুরোধ করলেও সেটা গ্রহণ করবেন না বলে জানান ছোটন, 'সে অধ্যায় সমাপ্ত। আমি নতুন পথ চলা শুরু করেছি আর তারাও নতুন কোচের অধীনে অনুশীলন করছে।’ 

গত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের সিরাত জাহান স্বপ্না, আনুচিং মুঘিনি ফুটবল থেকে দূরে রয়েছেন। তারাও কালকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কোভিড টেস্ট করিয়েছেন বলে জানা গেছে। ডিফেন্ডার আখি খাতুন চীনে রয়েছেন তিনি ছাড়া বাকি ২২ জন ফুটবলারই আগামীকাল অনুষ্ঠানে থাকবেন। সাফ জয়ী নারী ফুটবলাররা ক্রেস্ট, সম্মাননার সঙ্গে আর্থিক পুরস্কার পাবেন। দলের সঙ্গে থাকা কোচিং স্টাফ, কর্মকর্তারা অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও আর্থিক পুরস্কারের তালিকায় নেই বলে জানা গেছে। আজ রাতে ওমরাহ'র উদ্দেশ্যে রওনা হওয়া সাফ জয়ী দলের মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমী কালকের অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন।

এজেড/এইচজেএস