ফাইল ছবি

ব্রাইটন থেকে স্প্যানিশ গোলরক্ষক রবার্ট সানচেজকে সাত বছরের চুক্তিতে দলে ভেড়াল চেলসি। গত মৌসুমে স্টিলের কাছে নিজের জায়গা হারিয়েছিলেন তিনি। চেলসিতে যোগ দিলেও স্প্যানিশ এই গোলরক্ষককে একাদশে জায়গা পাওয়ার জন্য লড়তে হবে কেপা আরিজাবালাগার সঙ্গে। 

চেলসির স্পোর্টিং ডিরেক্টর পল উইন্সট্যানলি ও লরেন্স স্টুয়ার্ট বলেন, ‘আমরা রবার্টকে চেলসিতে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। দলের গোলরক্ষক বিভাগকে তিনি আরো বেশি সমৃদ্ধ করবেন বলে আমরা বিশ্বাস করি। ইতোমধ্যেই প্রিমিয়ার লিগে সানচেজ বারবার নিজেকে প্রমাণ করেছেন। নিজ দেশের হয়ে জাতীয় দলেও খেলেছেন।’

নতুন কোচ পচেত্তিনোর অধীনে সানচেজ ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এবারের গ্রীষ্মে দলভুক্ত হলেন। জানা যায়, সানচেজের সঙ্গে ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসি চুক্তি করেছে। 

৩০ বছরের ইতিহাসে সবচেয়ে বাজেভাবে প্রিমিয়ার লিগ মৌসুম শেষ করার পর নতুন ব্লুজ ম্যানেজার পচেত্তিনো তার এবারের দল নিয়ে আশাবাদী। ১২তম স্থানে থেকে গত মৌসুম শেষ করার কারণে ইউরোপীয়া আসর থেকেও ছিটকে গেছে চেলসি। আগামী ১৩ আগস্ট লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুম শুরু করবে চেলসি।

এইচজেএস