পুরো যুক্তরাষ্ট্রকে যেন নিজের ফুটবলে মোহাচ্ছন্ন করে রেখেছেন আর্জেন্টিনার ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। প্রথম তিন ম্যাচের মত এদিনও নিজের সেরাটাই উজাড় করে দিয়েছেন। লিগ কাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে পিছিয়ে পড়া ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন অবিশ্বাস্য এক জয়। এফসি ডালাসের বিপক্ষে মায়ামির জয় এসেছে টাইব্রেকারে। 

নিজের চতুর্থ ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই স্কোরশিটে নাম লিখিয়েছেন মেসি। ম্যাচ শেষের আগে ৮৫তম মিনিটে আরও একবার জালে বল জড়িয়েছেন তিনি। সবমিলিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে ৪ ম্যাচে মেসি করেছেন ৭ গোল। ডালাসের বিপক্ষে গোল করে শুরুতেই এমএলএসের রেকর্ডবুকে নিজের নাম উঠিয়েছেন তিনি। 

আরও পড়ুন: বিশ্ব রেকর্ড গড়ল মেসির জার্সি

মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ক্লাবের হয়ে এত ভালো শুরু আগে কেউ করেনি। স্প্যানিশ গণমাধ্যম মার্কার দেয়া তথ্য অনুযায়ী, এমএলএসের ক্লাবের হয়ে নিজের প্রথম চার ম্যাচে সাত গোল পেয়েছেন এমন খেলোয়াড় হিসেবে আছেন কেবল মেসিই। 

নিজের শুরু করা তিন ম্যাচের সবকটিতেই শুরুর ৮ মিনিটের মাঝে গোল করেছেন মেসি। ম্যাচ শেষ করেছেন জোড়া গোল নিয়ে। এমন শুরুও প্রায় বিরলই বলা চলে এমএলএসের ক্লাবগুলোর জন্য। 

শুধু মাঠের খেলাতেই না, মাঠের বাইরেও অনন্য কীর্তি আছে মেসির। ক্রুজ আজুলের বিপক্ষে মেসির অভিষেক ম্যাচটি দেখেছেন সাড়ে ১২ মিলিয়নের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের টেলিভিশন ইতিহাসে ফুটবল ম্যাচের বিচারে সবচেয়ে বেশি দর্শক দেখেছিল লিগ কাপের সেই ম্যাচটি। 

এমনকি জার্সি বিক্রির রেকর্ডও ভেঙ্গে দিয়েছেন মেসি। রাগবির কিংবদন্তি টম ব্র্যাডি, বাস্কেটবলের লেব্রন জেমস এবং ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে জার্সি বিক্রিতে রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। তার ইন্টার মায়ামির ১০ নম্বর জার্সি এখন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত জার্সি। 

জেএ