আমেরিকান ক্লাব ফুটবলে রীতিমতো বিপ্লব ঘটিয়ে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অবশ্য তিনি মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখানোর আগে থেকেই উন্মাদনায় ভাসছিলেন সমর্থকরা। এবার সেই দৃশ্য আরও একবার দেখা গেল। টানা তিন জয়ে লিগস কাপের শেষ ষোলোতে পা রেখেছে মায়ামি। সেই ম্যাচের টিকিট ছাড়তেই তা মুহূর্তেই শেষ হয়ে গেছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, মাত্র ১৮ মিনিটেই শেষ হয়ে গেছে মেসিদের শেষ ষোলোর ম্যাচের টিকিট। আগামী রোববার (৬ আগস্ট) প্রথমবারের মতো নিজেদের ডিআরভি পিএনকে স্টেডিয়ামের বাইরের নামবেন মেসিরা। এদিন টয়োটা স্টেডিয়ামে ফ্লোরিডার ক্লাবটি এফসি ডালাসের মুখোমুখি হবে।

আরও পড়ুন >> মেসির টানে এই প্রথম ফুটবল মাঠে র‌্যাপ সুপারস্টার

নতুন ক্লাবে খেলার পর এবারই প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। আসন্ন ম্যাচের ভেন্যুতে ২০ হাজার ৫০০ দর্শক বসে খেলা দেখতে পারবেন। টিকিটের সর্বনিম্ন দাম ২৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩২ হাজার ৫২৯ টাকা। আর অফিশিয়ালি টিকিট বিক্রি করা ওয়েবসাইটে এএক্সএসে দেখা যাচ্ছে ৬০০ ডলারেরও (বাংলাদেশি ৬৫ হাজার ২৭৬ টাকা) বেশি দামে।

অন্যদিকে, নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) ১০ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়েছে। এফসি ডালাসের টিম অফিশিয়ালসদের মতে, তাদের (এফসি) ইতিহাসে দ্রুততম সময়ে সব টিকিট বিক্রি হয়ে যায়। সর্বকালের সেরা এই ফুটবলার প্রথমবারের মতো আমাদের মাঠে খেলবেন। সব টিকিট শেষ, তবে কেউ চাইলে রি-সেল মার্কেটে খোঁজ করতে পারেন এবং সেখানে টিকিট মিলতেও পারে!

আরও পড়ুন >> ইংরেজি শিখছেন মেসি, শিক্ষক কে?

এর আগে মেক্সিকান ক্লাব মাজালটনকে ২-১ গোলে হারিয়ে এফসি ডালাস শেষ ষোলোতে পা রাখে। ম্যাচের শেষদিকে তারা পেনাল্টিতে গোল পায়। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে গ্রুপপর্ব শেষ করে ডালাস। 

এদিকে, অরলান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপের শেষ ষোলোয় পৌঁছে মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করেন মেসি, আরেক গোল করেন জোসেফ মার্টিনেজ। পেনাল্টিতে হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার সেটি সতীর্থের জন্য ছেড়ে দিয়েছেন। এরপর মার্টিনেজ সফল স্পট কিক নেন পেনাল্টিতে।

আরও পড়ুন >> মেসির ওপর ক্ষিপ্ত প্রতিপক্ষ কোচ

টানা ১১ ম্যাচে পরাজয় নিয়ে ধুঁকতে থাকা মায়ামির ত্রাতার ভূমিকায় বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। এখন পর্যন্ত ইন্টার মায়ামির জার্সিতে ৩ ম্যাচ খেলে মেসি ৫ গোল ও একটি গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। এর আগে লিগ কাপে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। সেই ম্যাচেও দুই গোল করেছিলেন ও অ্যাসিস্ট করেছিলেন এক গোলে। 

এএইচএস