বার্সার বিপক্ষে হেরে ভাগ্যকে দুষলেন আনচেলত্তি
প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে বার্সেলোনা! এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে ৩-০ গোলের বড় ব্যবধানে। তবে বার্সার বিপক্ষে ম্যাচ হেরেও খুব বেশি হতাশ হননি রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
ফল পক্ষে না এলেও এই ম্যাচে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন রিয়ালের এই ইতালিয়ান কোচ। খারাপের চেয়ে ভালো দিকগুলোর দিকেই মনোযোগ দিয়ে তরুণদের নিয়ে নতুন মৌসুম শুরু করতে চান তিনি।
বিজ্ঞাপন
রিয়ালের গোলমুখে নেয়া মোট পাঁচটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। সেগুলো কাজে লাগাতে পারলে ফল ভিন্ন কিছু হতে পারত। এ বিষয়ে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেন, 'ম্যাচটিতে পাঁচটি সুযোগ গোলপোস্টে লেগে ব্যর্থ হয়েছে। এটি বিরল ঘটনার মধ্যে পড়ে। মনে হয়েছে, কোনো দেয়াল তৈরি হয়েছিল, তাতে লেগে বল বারবার ফিরে আসছিল। তবে দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।'
আনচেলত্তি আরও বলেন, 'এই দলে অনেক তরুণ খেলেছে। তাদের একটু পরীক্ষা করে নিতে চেয়েছিলাম। ভালোই খেলেছে সকলে। এভাবে এগিয়ে যেতে পারলে ভালো কিছু সম্ভব। আমরা কোনো স্ট্রাইকার ছাড়াই অসাধারণ খেলেছি। এই দলের দারুণ ভবিষ্যত রয়েছে।'
নতুন মৌসুম শুরুর আগে পরের প্রস্তুতি ম্যাচে বুধবার জুভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
এইচজেএস