ম্যানচেস্টার সিটি ছেড়ে রিয়াদ মাহরেজের সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন অনেকদিন ধরেই চলছিল। অবশেষে আল-আহলির সঙ্গে চার বছরের চুক্তি সম্পন্ন হয়েছে এই মিডফিল্ডারের। ব্রিটিশ গণমাধ্যমের মতে, ৩ কোটি ৫০ লাখ ইউরোতে মাহরেজকে ছাড়তে রাজি হয়েছে ম্যানসিটি, এর সঙ্গে যোগ হতে পারে আরও ৫০ লাখ ইউরো।

সিটিকে বিদায় জানিয়ে মাহরেজ বলেছেন, ‘ম্যানচেস্টার সিটির হয়ে খেলাটা সম্মানের ও গৌরবের। আমি সিটিতে এসেছিলাম ট্রফি জিততে এবং ফুটবলকে উপভোগ করতে। আমি সেসব অর্জন করেছি এবং আরও অনেক বেশি কিছু পেয়েছি। আমি সারা জীবন মনে রাখার মতো স্মৃতি এখানে পেয়েছি। ম্যান সিটি সারা জীবন আমার জীবনের বড় একটি অংশ হয়ে থেকে যাবে।’

এর আগে লেস্টার সিটির হয়ে নিজের প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখেছিলেন আলজেরিয়ান এই উইঙ্গার। যা নজরে আসার পর ২০১৮ সালে ম্যানসিটি মাহরেজকে কিনে নেয়। গত মৌসুমেও তিনি সিটির হয়ে ট্রেবল জিতেছেন। ওই মৌসুমেই ৪৭ ম্যাচে তার গোল ১৫টি। পেপ গার্দিওলার ক্লাবটির হয়ে ৪টি প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ১টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মাহরেজ। সবমিলিয়ে সিটিতে তিনি ১০টি শিরোপা জিতেছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরে নাম লিখিয়েছেন সাদিও মানে। একইদিন আরেক ক্লাব আল-আহলিতের সঙ্গে পূর্ণ চুক্তিতে সম্মত হলেন মাহরেজও। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। কিছুদিন আগে লিভারপুলের ব্রাজিলিয়ান উইঙ্গার রবার্তো ফিরমিনোও আল-আহলির সঙ্গে চুক্তিবদ্ধ হন। একই দলের হয়ে খেলবেন চেলসি ছেড়ে সেখানে পাড়ি জমানো সেনেগালিজ গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডিও।

এএইচএস