বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) শেষ রাউন্ডের খেলা শুরু হয়েছে। শেষ রাউন্ডের প্রথম দিনে আজ (শুক্রবার) দুটি ম্যাচ ছিল। শেখ জামাল হেরে গেলেও জয় দিয়েই লিগ শেষ করেছে আবাহনী। 

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচটি খেলেছে ঢাকা আবাহনী। অধিনায়ক নাবীব নেওয়াজ জীবনের একমাত্র গোলে উত্তরাকে ১-০ গোলে হারায় ঢাকা আবাহনী। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে রানার্স-আপ আবাহনীর এবারের লিগ শেষ হলো। আজমপুর এফসির পয়েন্ট ৫। এর মাধ্যমে প্রিমিয়ার লিগে এসেই এবার দলটি অবনমিত হয়েছে। 

অন্যদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে তাদের হোম ভেন্যুতেই ৩-০ গোলে হারিয়ে দেয় নবাগত ফর্টিস এফসি। ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করে মৌসুম শেষ হলো জামালের। ২৩ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীকে পেছনে ফেলে আপাতত সপ্তম স্থানে থেকে লিগ শেষ করলো ফর্টিস। তবে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনী জিততে পারলে ফর্টিসকে আবারও নেমে যেতে হবে অষ্টম স্থানে। 

শেখ জামাল-ফর্টিজ ম্যাচের গোল হয় ৭১তম মিনিটে। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের কোনাকোনি শটে জামালের জাল কাঁপান ফর্টিসের আফগান ফরোয়ার্ড আমীর উদ্দিন শরীফি (১-০)। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে তারা। পোস্ট ছেড়ে সামনে চলে এসেছিলেন জামাল গোলরক্ষক। ফাঁকা পোস্টে ডান পায়ে বল ঠেলে দেন জাহেদ (২-০)। ইনজুরি সময়ে (৯০+৩) একাই বল নিয়ে জামালের জালে ঢুকে লক্ষ্যভেদ করেন দিপু (৩-০)। এই গোলেই নবাগতদের জয় নিশ্চিত হয়। 

আগামীকাল (শনিবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ দিন। এদিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

এজেড/এএইচএস