ম্যানইউ’র অধিনায়কত্বে ব্রুনো ফার্নান্দেজ
ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরকে দীর্ঘদিনের অধিনায়কত্ব থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর রেড ডেভিলদের নেতৃত্বের দৌড়ে ছিলেন কয়েকজন। সেই তালিকার সামনে থাকা পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজকে সেই ভার দেওয়া হয়েছে। এর আগেও অবশ্য ম্যাগুয়েরের অনুপস্থিতিতে এই মিডফিল্ডারই দলের নেতৃত্ব দিয়ে আসছেন।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে ম্যানইউ কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। গত সপ্তাহে ম্যাগুয়েরেকে রেড ডেভিলদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আগের মৌসুমেও তিনি বেশিরভাগ ম্যাচে দলের বাইরে থাকায় আর্মব্যান্ড উঠেছিল ফার্নান্দেজের হাতে। এর মাঝেই ক্লাবটির ইংল্যান্ড ডিফেন্ডারকে কোচ এরিক টেন হাগ সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> ম্যানইউ মানলেও শাস্তির বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা
এর আগে অবশ্য লিভারপুলের বিপক্ষে ৭-০ গোলে শোচনীয় পরাজয়ের ম্যাচে অধিনায়ক ছিলেন ফার্নান্দেজ। এরপর তিনি বেশ সমালোচিতও হয়েছিলেন। প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় নম্বরে থেকে মৌসুম শেষ করেছিল টেন হাগের শিষ্যরা। এছাড়া নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির কাছে তারা এফএ কাপের ফাইনালে হেরে শিরোপাবঞ্চিত হয়।
— Manchester United (@ManUtd) July 20, 2023
তবে দলের হয়ে ব্যক্তিগতভাবে নিজের দক্ষতা দেখিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। কিছুটা ইনজুরি নিয়েও এই পর্তুগিজ মিডফিল্ডার ক্লাবের জার্সি গায়ে চাপিয়েছিলেন। তাকে দায়িত্ব প্রদানের বিবৃতিতে ম্যানইউ বলছে, ‘আগামী ২০২৩-২৪ মৌসুমের সফলতার লক্ষ্যে দুইবারের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জেতা ফার্নান্দেজ দলকে নেতৃত্ব দেবে।’
২০২০ সালে স্বদেশি ক্লাব স্পোর্টিং সিপি থেকে ম্যানইউ শিবিরে যোগ দিয়েছিলেন ফার্নান্দেজ। পরবর্তীতে নিজের স্বভাবসুলত প্রতিভা দেখিয়ে তিনি ক্লাবটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় বনে যান। ইউনাইটেডের সঙ্গে তিন বছরের পথ চলায় ১২৪ ম্যাচে ৪৪ গোল করেছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
এএইচএস