টানা ১১ ম্যাচ জয়শূন্য মেসির ইন্টার মায়ামি
জিততেই যেন ভুলে গেছে লিওনেল মেসির নতুন ক্লাব ইন্টার মায়ামি। দলে নতুন কোচ এলেও ভাগ্য বদলায়নি ক্লাবটির। টাটা মার্টিনোর অধীনে খেলতে নেমেও আরাধ্য জয়ের দেখাই পায়নি ক্লাবটি। সবশেষ গতকাল সেইন্ট লুইস সিটির কাছে ৩-০ গোলে হেরেছে তারা। নতুন দল নিয়ে মেসিকে যে বড় ধরণের পরীক্ষা দিতে তারই যেন আগাম বার্তা দিয়ে রাখলো ইন্টার মায়ামি।
পুরো মায়ামি বর্তমানে ব্যস্ত মেসিকে বরণ করে নিতে। ইন্টার মায়ামিও কম আয়োজন করেনি গ্রহের সেরা ফুটবলারের জন্য। তবে এত আনুষ্ঠানিকতার মাঝে যেন ফুটবল খেলাটাই ভুলতে বসেছে দলের ফুটবলাররা। লিগে নিজেদের সবশেষ ১১ ম্যাচ জয়ের দেখা পায়নি ইন্টার মায়ামি। সময়ের হিসেবে পেরিয়েছে দুই মাসের বেশি।
বিজ্ঞাপন
আর সবমিলিয়ে দলের সবশেষ জয় এসেছে এমএলএস ওপেন কাপে। সেও প্রায় ১ মাস আগে। টানা পরাজয়ের কারণে দলের অবস্থানও বর্তমানে বেশ নড়বড়ে। নিজেদের আঞ্চলিক পূর্বাঞ্চলীয় লিগে বর্তমানে সবার শেষে অবস্থান করছে ইন্টার মায়ামি।
লিগে ২২ ম্যাচের মধ্যে জয় পেয়েছে মাত্র ৫ ম্যাচে। আর ড্র করেছে ৩টি। চ্যাম্পিয়নশিপ প্লেঅফের রেস থেকে এরইমাঝেছিটকে গিয়েছে তারা। সাপোর্টাস শিল্ডেও ভাল অবস্থানে নেই দলটি। পুরো যুক্তরাষ্ট্রের ২৯ ক্লাবের মাঝে সবার শেষেই আছে মেসির নতুন ক্লাব।
তবে এখনো এমএলএস কাপের রেসে ভালোভাবেই টিকে আছে ইন্টার মায়ামি। সেই টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করেছে দলটি। এফসি সিনসিনাটির সাথে ম্যাচে মেসিকেও পাওয়া যেতে পারে।
এদিকে লিগ কাপে নিজেদের পরবর্তী ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে মেসির অভিষেক ঘটাতে চায় ইন্টার মায়ামি। এরইমাঝে নিজেদের খেলোয়াড় হিসেবে মেসিকে চুক্তিভুক্ত করেছে ক্লাবটি। পুরো মৌসুম ছন্নছাড়া ফুটবল উপহার দিলেও মেসির আগমনে নিজেদের ভাগ্য বদলানোর ব্যাপারে আশাবাদী ক্লাবের ভক্তরা।
জেএ