বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে (বিপিএল) আজ ছিল তিনটি ম্যাচ। ঢাকা আবাহনী নিজেদের ম্যাচে হারলেও মোহামেডান জয় পেয়েছে। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নিজেদের ১৯তম ম্যাচে নবাগত ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। যার মাধ্যমে দলটি এখনও তৃতীয় স্থানের আশা বাঁচিয়ে রেখেছে।

আজ (শুক্রবার) রাজশাহীতে ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি কোন দলই। ৩১ মিনিটে লিড নেয় সাদা-কালো জার্সিধারীরা। উজবেক মিডফিল্ডার মোজাফফারভের দুর্দান্ত জোরালো শট গোলরক্ষক লাফিয়ে ওঠেও বলের নাগাল পাননি। ফলে মোহামেডান এগিয়ে যায় ১-০ ব্যবধানে। নবাগতদের জালে আর বল পাঠাতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি। শেষ পর্যন্ত লড়াই করে হেরেছে ফর্টিস এফসি। ১৯ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৯। ১৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে নবাগত ফর্টিস এফসি। 

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শেখ জামাল ৩-১ গোলে আজমপুর এফসি উত্তরাকে হারায়। শেখ জামালকে পুরো প্রথমার্ধ আটকে রাখে উত্তরা। ৫৯ মিনিটে মান্নাফ রাব্বির যোগান দেওয়া বলে উত্তরা এফসির জাল কাঁপান জামালের বিদেশি ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টেওয়ার্ট (১-০)। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মান্নাফ রাব্বি (২-০)।

৬৯ মিনিটে ম্যাচে ধারার বিপরীতে একটি গোল করেন এএফসি উত্তরার ফরোয়ার্ড নাঈম উদ্দিন নয়ন (২-১)। ৮৩ মিনিটে উজবেকিস্তানের ডিফেন্ডার নদিরের গোলে ৩-১ গোলে এগিয়ে যায় শেখ জামাল। ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে রয়েছে ধানমন্ডির জায়ান্ট ক্লাবটি। সমান ম্যাচে ৫ পয়েন্ট অর্জন করা এএফসি উত্তরার অবনমন নিশ্চিত হয়ে গেছে আরও আগেই।   

এজেড/এএইচএস