ফাইল ছবি

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ এবার দুর্দান্ত খেলেছে। জামাল-জিকোদের ধারাবাহিক পারফরম্যান্সে ফুটবলপ্রেমীরা মুগ্ধ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেও জাতীয় দলের সাবেক অধিনায়ক। সাফের চার ম্যাচে জামাল-রাকিবদের খেলায় অন্য সবার মতো মুগ্ধ তিনিও।

বাফুফে সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিন সাফের স্কোয়াডকে আজ ডাকলেও কথা বলেছেন সাবেক ফুটবলার ও সিনিয়র হিসেবেই, 'আমি তোমাদের এখানে কোনো লেকচার দিচ্ছি না। সাবেক ফুটবলার ও সিনিয়র হিসেবে কথা বলছি। তোমরা ভালো ফুটবল খেলেছো। এটা বজায় রাখতে হবে।’  

সালাউদ্দিন তার বক্তব্যে সমালোচকদেরও খানিকটা খোচা দিয়েছেন, 'বাংলাদেশের খেলা দেখে অনেকেই বলেছেন যেটা শুনি বাংলাদেশ খেলতে পারে না তা তো নয়। ভালো ফুটবল খেলে বাংলাদেশ। যারা টক শো করে তারা এটা না দেখেই সমালোচনা করে।’ সালাউদ্দিন সমালোচকদের উদ্দেশ্যে আরো বলেন, 'আমি গত কয়েক বছর ধরেই বলছি বাংলাদেশের এই দলটা সেরা দলের একটি। অনেকেই আমার মন্তব্যে সমালোচনা ও টিপ্পনী কেটেছে। তোমরা সেটা প্রমাণ করেছ।’

এবারের সাফে কয়েকজনের পারফরম্যান্স বিশেষভাবে চোখে পড়েছে সাবেক এই তারকা ফুটবলারের, 'সিনিয়র ও জুনিয়র সব ফুটবলাররাই সেরাটা দিয়েছে। নতুনদের মধ্যে মোরসালিন, হৃদয় ভালো খেলেছে। জিকোতো টুর্নামেন্টের সেরাই হয়েছে। রাকিব তো দলের সুপারস্টার।’ রাকিব সম্পর্কে সালাউদ্দিন আরো বলেন, 'রাকিব এই মুহূর্তে দেশের অন্যতম সেরা ফুটবলার। তার সামনে সুযোগ আছে দেশের সেরাদের একজন হওয়ার, শুধু তাই নয় দক্ষিণ এশিয়ার সেরা হওয়ারও যথেষ্ট যোগ্যতা তার রয়েছে।’

বাফুফে সভাপতি ছাড়াও বর্তমান কমিটির অনেকেই জাতীয় দলের সাবেক অধিনায়ক। আজকের অনুষ্ঠানে নির্বাহী কমিটির সকলের আমন্ত্রণ ছিল। সিনিয়র সহ-সভাপতি, চার সহ-সভাপতির কেউই উপস্থিত ছিলেন না। ১৪ নির্বাহী সদস্যের মধ্যে জাকির হোসেন চৌধুরি, মাহফুজা আক্তার কিরণ, ইমতিয়াজ হামিদ সবুজ ও আমের খান উপস্থিত ছিলেন। আমের খান সাফের ম্যানেজারও। 

এজেড/এইচজেএস