জামালদের সতর্কবার্তা সালাউদ্দিনের
ফুটবল ফেডারেশনে অন্য দশটি দিনের চেয়ে আজকের দুপুরটি একটু ভিন্ন ছিল। ভবনের ভেতরে প্রবেশের আগেই সুন্দর-সজ্জিত বোর্ড। দ্বিতীয় তলার এক পাশে হৃদয় ও বিশ্বনাথের প্রার্থনারত দৃশ্যের ছবি সম্বলিত বোর্ড। তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে প্রতি খেলোয়াড়ের নামের সঙ্গে একটি খাম।
বাফুফে সভাপতির পাশে ছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়া ও তপু বর্মণ। সেমিফাইনালে উঠার জন্য বাফুফে সভাপতি খেলোয়াড়দের আর্থিকভাবে পুরস্কৃত করেছেন। জামালদের আর্থিকভাবে পুরস্কৃত করার পাশাপাশি সতর্কবাতাও দিয়েছেন।
বিজ্ঞাপন
সেপ্টেম্বরে জাতীয় দলের ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। ঐ ফ্রেন্ডলির পরই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্বকাপ বাছাই। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিশ্বকাপ বাছাইয়ের জন্য জামালদের এখন থেকেই প্রস্তুত হতে বলেছেন, 'মাস তিনেক পর বিশ্বকাপ বাছাই রয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে না জিততে পারলে আমরা তিন বছর খেলার বাইরে থাকব। তাই তোমাদের সেভাবেই নিজেদের প্রস্তত করতে হবে এবং খেলতে হবে।'
২৭ জুলাই বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে। বিশ্বকাপ বাছাইয়ে মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে প্রথমে প্লে অফে জিততে হবে। প্লে অফ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। হোম অ্যান্ড অ্যাওয়ের ফলাফলের ভিত্তিতে জয়ী দল বাছাইয়ের মূল পর্বে খেলবে। বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই এক সঙ্গেই চলবে। তাই বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে খেলতে ব্যর্থ হলে বাংলাদেশ মূল প্রতিযোগিতামূলক আসর থেকে ছিটকে যাবে। তখন সাফ টুর্নামেন্ট আর ফিফা প্রীতি ম্যাচই থাকবে ভরসা। দুই সপ্তাহ পর প্রিমিয়ার লিগ শেষ হবে। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর এএফসি’র টুর্নামেন্ট রয়েছে। অক্টোবরের আগে ঘরোয়া লিগ শুরু হওয়ার সম্ভাবনা নেই। এর মধ্যে সকল ফুটবলারদের ফিট রাখার পরামর্শ বাফুফে সভাপতির, 'ফুটবলে ডেডিকেশন এবং ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। অ্যালকোহল ও অন্যান্য বিষয় থেকে দূরে থাকতে হবে।’ এ সময় তিনি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের অনুশীলনের একনিষ্ঠতার একটি উদাহরণ জামালদের শোনান।