নতুন চ্যালেঞ্জ নেওয়ার লক্ষ্যে ক্যারিয়ারের ১২ বছর কাটানো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানিয়ে দিলেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। এর আগের মাসেই তার সঙ্গে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নদের মেয়াদ শেষ হয়। তখন থেকেই গুঞ্জন চলছিল তার ক্লাব ছাড়ার ব্যাপারে। তবে এরপরও ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি ডি গিয়ার সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল। কিন্তু সেটি আর আলোর মুখ দেখেনি।

এর আগে ২০১১ সালে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ৩২ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষককে ইউনাইটেডে এনেছিলেন কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। এখানে ৪৪৫ ম্যাচ খেলে তিনি জাল অক্ষত রাখেন ১৯০টিতে, দুটিই গোলরক্ষক হিসেবে ক্লাব রেকর্ড। এই সময়ের ভেতর চারবার ইউনাইটেডের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন ডি গিয়া। সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে জাল অক্ষত রেখে দ্বিতীয়বারের মতো জেতেন ‘গোল্ডেন গ্লাভস’ খেতাব। ক্যারিয়ারের এই পর্যায়ে এখন তিনি নতুন চ্যালেঞ্জ নিতে চান।

তবে এখনও তার নতুন গন্তব্য জানা যায়নি। তার জায়গায় ইউনাইটেড এখন ইন্টার মিলানে থাকা ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে দলে টানার ‘কাছাকাছি’ আছে বলে গণমাধ্যমের খবর।

শনিবার (৮ জুলাই) ইউনাইটেড ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিশ্চিত করেন তিনি। তার প্রতি সমর্থনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান, ‌‘গত ১২ বছরের ভালোবাসার জন্য আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। প্রিয় স্যার অ্যালেক্স ফার্গুসন আমাকে এই ক্লাবে নিয়ে আসার পর থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি। নতুন চ্যালেঞ্জ গ্রহণের এবং নিজেকে আবার নতুন পরিবেশে টেনে নেওয়ার সঠিক সময় এটি। ম্যানচেস্টার সবসময় আমার হৃদয়ে থাকবে।’

ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ, এফএ কাপ ও দুটি লিগ কাপ জিতেছেন ডি গিয়া। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি ইউনাইটেডের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড়দের একজন। তবে ২০২০ সালের পর তাকে আর স্পেন জাতীয় দলের জার্সি গায়ে তুলতে দেখা যায়নি।

এএইচএস