নিজের সামর্থ্য দেখিয়ে অল্প সময়েই তারকা-খ্যাতি পেয়েছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ক্লাব ফুটবলে এখন পর্যন্ত তিনি বড় একটা সময় কাটিয়েছেন পিএসজির জার্সিতে। তবে গত মৌসুম শেষ হতেই তার ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন শুরু হয়। আলোচনা চলছে পরবর্তী মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামার ব্যাপারে। যদিও তাদের সঙ্গে এখনও কোনোকিছু পাকাপাকি হয়নি। তবে ক্লাবে থাকার ব্যাপারে তার ইচ্ছা না থাকায় রাখতে চায় না পিএসজিও। আবার তাদের হয়ে খেলে কোনো লাভ দেখছেন না এমবাপে।

সম্প্রতি ফ্রান্সের ২০২২–২৩ সালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এমবাপে। এরপর তিনি সংবাদমাধ্যম লেকিপ এবং ফ্রান্স ফুটবলকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি নিজের ভবিষ্যৎ, চ্যাম্পিয়ন্স লিগ জেতার আকাঙ্ক্ষা এবং নিজের গোলক্ষুধা নিয়ে কথা বলেছেন বিস্তারিত।

যেখানেই খেলেন, ভালো পারফর্ম করতে চান এমবাপে। যে কথায় পিএসজি ছাড়ার তীব্র ইচ্ছারও ইঙ্গিত রয়েছে তার, ‌‘আমি একজন প্রতিযোগী, আমি মূলত জয়ের জন্যই খেলি। এটা কোনো ব্যাপার না যে আমি কার সঙ্গে খেলি, কোন জার্সি পরে খেলি। কোথায় খেলছি বা কোন বছর খেলছি, এসবও কোনো ব্যাপার না। জয়ে আমি কখনোই সন্তুষ্ট না। আমি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। এখন ছুটিতে গিয়ে নিজেকে চাঙা করব, নিজের প্রাণশক্তি ফিরিয়ে আনব এবং সেই ক্ষুধা নিয়ে ফিরে আসব, যেটা সম্পর্কে সবাই জানে।’

পিএসজির হয়ে অন্যান্য প্রায় ট্রফি জিতলেও অধরা কেবল চ্যাম্পিয়ন্স লিগ। অথচ প্রায় এক দশক ধরে ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুটটি পেতে চেষ্টা করে যাচ্ছে পিএসজি। কিন্তু ক্লাবটি এখনও কাঙ্ক্ষিত ট্রফিটি ছুঁতে পারেনি। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার কারণ জানতে চাইলে এমবাপের উত্তর, ‘আমি জানি না চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য পিএসজির কিসের অভাব। এই প্রশ্ন আমার জন্য না। আপনাকে তাদের সঙ্গে কথা বলতে হবে, যারা দল বানায়, স্কোয়াডকে সংগঠিত করে এবং ক্লাবকে গড়ে তোলে। আমি যতটা সম্ভব নিজের কাজটা করে যেতে চাই। আমি সেরা খেলোয়াড় ছিলাম। লিগ ওয়ানে টানা ৫ মৌসুম ধরে শীর্ষ গোলদাতা ছিলাম।’

নিজের অর্জন নিয়ে গর্বিত হলেও আরও ভালো করতে উন্মুখ বিশ্বকাপজয়ী এই তারকা, ‘অনেক কিছুই আমাকে গর্বিত করে। প্রথমত টানা শিরোপা জিতে যাওয়া, যে কারণে আমি ফুটবল খেলি। এটা সবচেয়ে কঠিন, এ কারণে সব খেলোয়াড় লড়াই করে। আর নিজের ব্যক্তিগত জায়গাটা ধরে রাখতে পেরে আমি আনন্দিত, এক মৌসুমে ৫০ গোল করেছি। আমি অসাধারণ কিছু মুহূর্ত পেয়েছি। দারুণ পারফরম্যান্স করেছি। যদিও এখনও মনে হয় আমি আরও ভালো করতে পারি।’

ক্লাব ছাড়ার গুঞ্জন ওঠায় পিএসজির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে এমবাপের। শোনা গিয়েছিল লিওনেল মেসিও ক্লাব ছাড়ার সময় তাকে গন্তব্য পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন। এরপর এমবাপেও টের পেয়েছেন পিএসজিতে থেকে তার লাভ হচ্ছে না। সাক্ষাৎকারে তিনি সেটা অকপটে স্বীকারও করে নিয়েছেন, ‘আমার মনে হয়, পিএসজিতে খেলে আমার কোনো লাভ হবে না, কারণ এ দলটা ভাগ হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, এর ফলে অনেক রটনা তৈরি হয়, তবে এগুলো আমাকে খুব বেশি ভাবায় না। কারণ, নিজে কী করছি এবং কীভাবে করছি, তা আমি জানি।’

একইসঙ্গে অনেকের ভাষ্যমতে এমবাপে অহংকারী কিনা সেই প্রশ্নও উড়িয়ে দিয়েছেন, ‘কখনও কখনও মানুষ মনে করে, আমি অহংকারী। কারণ, শুধু অংশ নেওয়াকে আমি ঘৃণা করি। এটা আমার স্বভাব না, এটা আমি না। আর যা আমি চাই, সেটা বলতেও ভয় পাই না। এমনকি যখন বিষয়টা আমার পক্ষে যায় না তখনও। আমি বছরের পর বছর অনেক গোল করে যাচ্ছি। তাই মানুষের কাছে এটাই স্বাভাবিক। আমি কখনো অভিযোগ করিনি যে, আমার পারফরম্যান্সকে তাচ্ছিল্য করা হয়েছে। আমি নিজেও মেসি ও রোনালদো যা করেছে, সেগুলোকে কখনও তাচ্ছিল্য করিনি। তবে আমরা একটি ভোগবাদী সমাজে বাস করি। যেখানে আপনি যা করেছেন, তা ভালো। কিন্তু আপনাকে আবার করে দেখাতে হবে।’

এএইচএস