অ্যানচেলত্তি কেন কোচ হবেন, প্রশ্ন ব্রাজিল প্রেসিডেন্টের
বহু আলোচনার পর ব্রাজিল জাতীয় দলের কোচের পদে বসতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো অ্যানচেলত্তি। ২০২৪ সালে কোপা আমেরিকা থেকে সেলেসাওদের দায়িত্ব নেবেন এই কিংবদন্তি। তবে ব্রাজিল দলে বিদেশী কোচ নিয়োগ দেয়াকে কেন্দ্র করে শুরু থেকেই দ্বন্দে জড়িয়েছিলেন দেশটির সাবেক ফুটবলাররা।
শেষ পর্যন্ত ২০২৪ সালের কোপা আমেরিকা থেকে দায়িত্ব নেয়ার কথা চূড়ান্ত হয় তার। এর আগে অন্তবর্তী কোচের দায়িত্ব পান ফার্নান্দো দিনিজ। বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের পর গত ৫ জুলাই থেকে নিজের দায়িত্ব শুরু করেন দিনিজ।
বিজ্ঞাপন
তবে সবকিছু চূড়ান্ত হবার পরেও ব্রাজিল কোচের এই পদ ঘিরে বিতর্ক শেষ হয়নি। এবার তাতে যোগ দিয়েছেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।
এসবিটি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল প্রেসিডেন্ট বলেছেন, ‘তিনি কখনো ইতালির কোচ ছিলেন না। তিনি কেন ইতালির সমস্যা সমাধান করছেন না। এমনকি তারা সর্বশেষ বিশ্বকাপটাও খেলতে পারেনি।
মূলত এই মন্তব্য দিয়ে ইতালির ফুটবল দূরাবস্থার দিকেই ইঙ্গিত করলেন ব্রাজিল প্রেসিডেন্ট। চারবারের বিশ্বকাপ জয় করলেও শেষ দুই বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি আজ্জুরিরা।
তবে এমন নিয়োগের পেছনে নিজ দেশের সংকটকেই দুষেছেন ব্রাজিল প্রেসিডেন্ট। লুলা দ্য সিলভা বলেন, আমাদের আসল সমস্যা দলে মানসম্পন্ন খেলোয়াড় না থাকা। আগে আমাদের দলে দারুণ সব খেলোয়াড় ছিল।’
উল্লেখ্য, আগামী বছর অ্যানচেলত্তি দায়িত্ব নিলে তিনি হবেন ৬০ বছরের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশী কোচ। শেষবার ১৯৬৫ সালে এক ম্যাচের জন্য ব্রাজিলের কোচ হয়েছিলেন আর্জেন্টিনার ফিলিপো নুনেজ।
জেএ