ফাইল ছবি

মেজর লিগ সকারে (এমএলএস) বাজে সময় পার করছে ইন্টার মায়ামি। এমএলএসে সাত ম্যাচ হারের পর ড্র করে পয়েন্টের দেখা পেয়েছে মায়ামি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার মেসিকে দলে নিয়ে আলোচনায় আসে আমেরিকার এই ক্লাবটি। 

এমএলএসে পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান মায়ামির। সাত ম্যাচ হারের পর রোববার (২ জুলাই) অস্টিনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে হারের বৃত্ত থেকে বের হয় মায়ামি। সাত ম্যাচ পরাজয়ের পর অস্টিনের বিপক্ষে ড্র করে ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার তলানীতে অবস্থান করছে মায়ামি। 

নিউ ইংল্যান্ডের বিপক্ষে ১৩ মে সর্বশেষ জয়ের পর এমএলএসে টানা সাত ম্যাচ হারে মায়ামি। দলের এমন করুণ পরিস্থিতির পরও মেসিকে চুক্তিবদ্ধ করে চমক দেখায় মায়ামি। আগামী মৌসুমে মায়ামির জার্সিতে বিশ্বকাপজয়ী মেসি দলকে একা কতদূর টেনে নিয়ে যেতে পারেন সেটিই এখন দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। 

উল্লেখ্য, বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে ২ বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। সেই পিএসজি থেকে এবার মায়ামিতে যোগ দিতে চলেছেন মেসি। 

এইচজেএস