জামালের সদ্ব্যবহার করছেন ক্যাবরেরা?
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। সাফের দুই ম্যাচ ও সাফের আগে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মধ্য বিরতির কিছুক্ষণ পরেই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে তাকে তুলে নিয়েছেন। বাংলাদেশ অধিনায়কের পুরো ম্যাচ মাঠে না থাকা নিয়ে ফুটবলাঙ্গনে এখন প্রশ্ন উঠেছে।
আজ বিকেলে বেঙ্গালোরে অনুশীলন শেষে জামাল ভূইয়াকে পুরো সময় না খেলার ব্যাপারে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এ নিয়ে জামাল অবশ্য সহজ-সরল উত্তরই দিয়েছেন, 'কোচ আমাকে যেখানে খেলায় বা যতক্ষণ খেলায় সেটাই ঠিক মনে করি।’
বিজ্ঞাপন
জামাল ভূইয়া সরল উত্তর দিলেও এর মধ্যে খানিকটা অর্থ লুকিয়ে রয়েছে। জামাল ভূইয়া ক্লাব পর্যায়ে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন। এবার জাতীয় দলে কোচ তাকে একটু উপরে খেলাচ্ছেন। নিজের পারফরম্যান্স সম্পর্কে জামাল বললেন, 'আমরা একটা ভালো পজিশন আছি। আমি নিজের ব্যাপারে বলব তাকে।’
নিজের পজিশন পরিবর্তন এবং মধ্য বিরতির কিছু সময় পর তাকে উঠিয়ে নেয়ায় কোচ হ্যাভিয়েরের উপর এক ম্যাচে মনক্ষুন্ন হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। পরে অবশ্য কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্ট পরিস্থিতি শান্ত করেছে। অধিনায়ককে ম্যাচের মাঝে উঠিয়ে নেয়ায় আর্মব্যান্ডও পরিবর্তন করতে হচ্ছে প্রতি ম্যাচে। এই বিষয়টি দৃষ্টিকটু লাগছে ফুটবলসংশ্লিষ্ট অনেকের কাছেই।
জামালের ফিটনেস-পারফম্যান্স নিয়ে কোচ সন্দিহান কিনা এমন প্রশ্ন হ্যাভিয়ের আবার উড়িয়ে দিয়েছেন, 'কোনোভাবেই নয়।’ কোচ এই প্রশ্ন উড়িয়ে দিলেও তার খেলোয়াড় পরিবর্তন ও ব্যবহার চরম প্রশ্নের সৃষ্টি করেছে।
এদিকে এলিটা কিংসলে ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা দেশিদের মধ্যে। তাকে দলেই নেননি। তার পরিবর্তে ফরোয়ার্ড হিসেবে নেয়া সুমন রেজাকে মালদ্বীপের বিপক্ষে একাদশে রাখেননি। আরেক ফরোয়ার্ড আমিনুর রহমান সজীবকে দুই ম্যাচের একটিতেও ব্যবহার করেননি। হ্যাভিয়েরের কোচিং দক্ষতা নিয়ে দেশের ফুটবলাঙ্গনে প্রশ্ন রয়েছে ব্যাপক। তিনি বাফুফের ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি এবং বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনের উপর মাত্রারিক্ত নির্ভরশীল বলে কানা-ঘুষা রয়েছে ফুটবলাঙ্গনে।
এজেড/এইচজেএস