কাতারে সোনালি ট্রফির তিন যুগের আক্ষেপ ঘুচানোর পর প্রথম জন্মদিনটা নিজ জন্মভূমেই কাটালেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে আর্জেন্টিনার জার্সি গায়ে একটি প্রদর্শনী ম্যাচও খেললেন ফুটবলের এই মহাতারকা। করলেন হ্যাটট্রিকও।

মেসির সাবেক সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজ ওল্ড বয়েজে তিন বছর খেলার পর সদ্য অবসর নিয়েছেন। তাই একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। রদ্রিগেজই আমন্ত্রণ জানিয়েছিলেন সাবেক এই সতীর্থকে। গতকাল (২৪ জুন) মেসির জন্মদিনেই ম্যাচটির আয়োজন করা হয়।

আরও পড়ুন: শুভ জন্মদিন বিশ্বজয়ী খুদে জাদুকর

মেসি যখন ক্লাবের টানেল দিয়ে বের হয়ে মাঠে নামছেন তখন সেখানে উৎসবের পরিবেশ। দর্শকরা চিৎকার করছেন। স্টেডিয়ামে বাজি ফাটছে। তার মাঝেই চিরচেনা হাসিমুখে মাঠে নামেন মেসি। এত বছর পরে নিজের প্রথম ক্লাবে নামার পরে মেসি হয়তো একটু আবেগপ্রবণও হয়ে পড়ছিলেন। তবে প্রতিটি মুহূর্ত উপভোগ করলেন।

ভালোবাসায় সিক্ত হচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির পাশাপাশি খেললেন দেশটির ফুটবল কোচ লিওনেল স্ক্যালোনিও। এ ছাড়া ডি মারিয়া, আগুয়েরোসহ আরও অনেককেই দেখা গেছে এদিন।

প্রদর্শনী ম্যাচেও দর্শকদের পায়ের জাদুতে বুঁদ করে রাখলেন মেসি। প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচ শেষে মেসি জানান, বিশ্বকাপ জেতার পরে এটিই তার প্রথম জন্মদিন। তাই এই জন্মদিন তার কাছে সব থেকে বেশি আনন্দের।

এফআই