ছবি: সংগৃহীত

এক বছর পরই শেষ হচ্ছে রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলত্তির চুক্তি। নতুন করে এই চুক্তির মেয়াদ বাড়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। উল্টো ব্রাজিল জাতীয় দলের সঙ্গে আনচেলত্তির মৌখিক চুক্তি হয়ে যাওয়ার খবরটাই বেশ জোরের সঙ্গে শোনা যাচ্ছে। এমনকি আনচেলত্তিকেই কোচ হিসেবে পেতে আরও এক বছর অপেক্ষা করতে রাজি আছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। 

আর আনচেলত্তি যদি এক বছর পর দায়িত্ব ছেড়েই দেন, তবে এখন থেকেই তার বিকল্প নিয়ে ভাবতে হবে রিয়ালকে। এরই মধ্যে অবশ্য আনচেলত্তির সম্ভাব্য বিকল্প হিসেবে একটি নাম সামনে এসেছে। জার্মান সংবাদমাধ্যম স্পোর্ট বিল্ড বলছে, আনচেলত্তি রিয়াল ছেড়ে গেলে তার জায়গা নেবেন রিয়ালের স্প্যানিশ কিংবদন্তি জাভি আলোনসো। ফুটবলার হিসেবে জাতীয় দল ও ক্লাবের হয়ে শীর্ষ সারির সব শিরোপাই জিতেছেন আলোনসো। এখন তিনি কোচ হিসেবেও রাখতে চান নিজের ছাপ।

স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের ‘বি’ দলের হয়ে তিন বছর কাটিয়ে গত বছর জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের প্রধান কোচের দায়িত্ব নেন আলোনসো। নিজের প্রথম বছরে কোচ হিসেবে দারুণ চমক দেখিয়েছেন এই স্প্যানিয়ার্ড। তার অধীনে লেভারকুসেন বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের ৬ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে। ইউরোপা লিগেও দারুণ খেলেছে ক্লাবটি। প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল লেভারকুসেন।

শুধু সাফল্যের নিরিখেই নয়, খেলার ধরনের কারণেও বেশ প্রশংসিত হচ্ছেন আলোনসো। এরই মধ্যে রিয়ালসহ একাধিক শীর্ষ ক্লাবের সঙ্গে জড়িয়ে তার নাম শোনা যাচ্ছে। ইউরোপার সেমিফাইনালে যে দলের কাছে হেরে লেভারকুসেনকে বিদায় নিতে হয়েছে, সেই এএস রোমা কোচ জোসে মরিনিও আলোনসোর বেশ প্রশংসা করেছেন।

পর্তুগিজ এই কোচ আলোনসোকে নিয়ে বলেছেন, ‘একজন কোচের যে যোগ্যতা থাকা উচিত সেটা তার (জাবি) আছে। যখন বুট জোড়া খুলে রাখে তখনই আমি নিশ্চিত ছিলাম যে সে চাইলে অসাধারণ একজন কোচ হতে পারে। যখন খেলোয়াড় হিসেবে তাকে আমি পেয়েছিলাম, সে আমাকে পেপ গার্দিওলার কথা মনে করিয়ে দিত।’

এইচজেএস