ছবি: সংগৃহীত

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে স্মরণীয় এক জয় পেয়েছে সেনেগাল। পর্তুগালের লিসবনে ৪-২ গোলের জয়ে জোড়া গোল করেছেন সেনেগালের তারকা খেলোয়াড় সাদিও মানে। ৫৫ মিনিটে প্রথম গোলটি করেন এই বায়ার্ন মিউনিখ তারকা। এরপর যোগ করা সময়ে ব্রাজিলের দুর্দশা বাড়িয়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেছেন মানে। 

ব্রাজিলের বিপক্ষে দারুণ এই জয়ে আনন্দিত মানে বলেছেন ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসার কথাও। এ সময় ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন সাবেক এই লিভারপুল তারকা।

ভিনির বিরুদ্ধে হওয়া বর্ণবাদী আচরণের প্রতিবাদের অংশ হিসেবে প্রীতি ম্যাচটি খেলেছে ব্রাজিল-সেনেগাল। এর আগে একই উদ্দেশ্যে গিনির বিপক্ষেও খেলেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বার্সেলোনায় আয়োজিত সেই ম্যাচে ৪-১ গোলে জিতেছিলেন ভিনিসিয়ুসরা। তবে সেই জয়ের ধারা তারা আর ধরে রাখতে পারেনি।

এই ম্যাচ শেষে সেনেগালের জয়ের নায়ক মানেকে দেখা গেছে ব্রাজিলের জার্সিতে। ম্যাচ শেষে জার্সি বদলানো নতুন ঘটনা নয়, তবে মানের গায়ে যে জার্সিটি ছিল, সেটি ব্রাজিলের বর্তমান কোনো তারকার ছিল না। জার্সির পেছনে লেখা ছিল সেলেসাওদের সাবেক গোলরক্ষক তাফারেলের নাম।

বিশেষ এই জার্সিটি তাফারেলের কাছ থেকে চেয়ে নিয়েছেন জানিয়ে মানে বলেছেন, ‘তিনি (তাফারেল) আমার দারুণ বন্ধু। তিনি আমার সঙ্গে লিভারপুলে কাজ করেছেন। আমি তাকে ভালোবাসি। যখন আমি তাকে দেখেছি, জার্সি বদল করার কথা বলেছি।’

এ সময় ব্রাজিল দল নিয়ে নিজের ভালোবাসার কথাও জানান মানে। নিজের ব্রাজিল-প্রেম মানে তুলে ধরেছেন এভাবে, ‘আমি ব্রাজিলের ভক্ত। আমি ব্রাজিলিয়ানদের ভালোবাসি। ব্রাজিল খুব ভালো দল। হয়তো আজ তারা আরও ভালো খেলতে পারত। আমরা জানি, তাদের দারুণ সব মানসম্পন্ন খেলোয়াড় আছে। আজকের দিনটা হয়তো তাদের জন্য ভালো ছিল না। ব্রাজিলের জন্য এবং তাদের খেলোয়াড়দের জন্য আমার এখনো অনেক শ্রদ্ধা আছে।’

এইচজেএস