এবার কলম্বিয়ার কাছেও হারল জার্মানি
একইদিন সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের হার দেখলো ফুটবল বিশ্ব। সেনেগালের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর, জার্মানিকে হারিয়েছে কলম্বিয়া। এ নিয়ে সবশেষ চার ম্যাচে জয়হীন ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। বল দখলে এগিয়ে থাকলেও কলম্বিয়া বাকি প্রতিটি ক্ষেত্রেই তাদের চেয়ে একধাপ সামনে ছিল।
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া ১০টি অফ-টার্গেট এবং গোলের লক্ষ্যে শট নেয় ৪টি। বিপরীতে জার্মানি অফ-টার্গেটে ৪টি ও অন-টার্গেটে একটি শট নিয়েছে।
বিজ্ঞাপন
এদিন ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে শেষ হয়েছিল। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড পেয়ে যায় কলম্বিয়া। কুয়াদ্রাদোর অ্যাসিস্ট থেকে লিডসূচক গোলটি করেন দিয়াজ। তাদের অন্য গোলটি আসে ম্যাচের ৮২ মিনিটে। পেনাল্টি থেকে এবার লক্ষ্যভেদ করেন কুয়াদ্রাদো।
কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া জার্মানির দুর্দিন যেন কিছুতেই ফুরোচ্ছে না। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও একইরকম তেতো অভিজ্ঞতা হয়েছিল তাদের। এবার ইউরো ২০২৪-এর স্বাগতিক হওয়ায় জার্মানিকে বাছাইপর্ব খেলতে হচ্ছে না। তাই তো প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে প্রীতি ম্যাচ খেলছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
— ESPN FC (@ESPNFC) June 20, 2023
তবে কলম্বিয়ার বিপক্ষে নামার আগে জার্মান কোচ হ্যান্সি ফ্লিক ইউরোর মূল লড়াইয়ের আগেই শিষ্যদের ছন্দে ফেরার কথা বলেছিলেন, ‘ইউরোর আগে এখনও অনেকটা পথ যেতে হবে এবং হাতে যথেষ্ট সময় আছে। আমাদের কোন পথে এগিয়ে যেতে হবে, সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী। আগামী জুনের মধ্যে আমাদের দলটি কার্যকর হয়ে উঠবে। পুরো প্রক্রিয়াটিতে আমরা একসঙ্গে কাজ করব। সেই লক্ষ্যে দল কাজ করতে প্রস্তুত।’
এএইচএস