ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠে গেল স্পেন। বছর দুয়েক আগের হারের বদলা নিতে পারল না ইতালি। আক্রমণাত্মক ফুটবলে তাদের ওপর চাপ ধরে রেখে দারুণ জয় তুলে নিল স্পেন।

প্রতিযোগিতাটির তৃতীয় আসরের চার দলের এবারের ফাইনালসটি হচ্ছে নেদারল্যান্ডসে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে জিতে শিরোপা লড়াইয়ে জায়গা করে নিল স্প্যানিশরা।

২০২১ সালের অক্টোবরে সেমি-ফাইনালেই স্পেনের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ইতালি। সেবারও তারা হেরেছিল ২-১ গোলে।

গত আসরে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরে খালি হাতে ফিরতে হয়েছিল স্পেনকে। এরপর গত বছরের শেষ দিকে কাতার বিশ্বকাপে শেষ ষোলো থেকে ছিটকে পড়ার হতাশা হয় সঙ্গী।

এবার দলটির সামনে সেসব হতাশা ঝেড়ে ফেলে শিরোপা উল্লাসে ভাসার সুযোগ। সেই লক্ষ্যে আগামী রোববার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আলবা-মোরাতারা।

এইচজেএস