ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাই শুরুর আগে ফিফা উইন্ডোর অংশ হিসেবে এখন চীনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল (বৃহস্পতিবার) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা। ম্যাচটি মাঠে গড়ানোর কথা রয়েছে বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। 

অস্ট্রেলিয়ার সঙ্গে আর্জেন্টিনার খুব বেশি দেখা না হলেও এখনও পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দল দুটি। ১৯৮৮ সালে প্রথম সাক্ষাতে হেরেছিল লাতিন আমেরিকার জায়ান্টরা। পরের সাত ম্যাচের ম্যাচের ৬টিতে তারা জিতেছে, ড্র হয়েছে একটি।

অস্ট্রেলিয়ার সঙ্গে আর্জেন্টিনার খুব বেশি দেখা না হলেও এখনও পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দল দুটি। ১৯৮৮ সালে প্রথম সাক্ষাতে হেরেছিল লাতিন আমেরিকার জায়ান্টরা। পরের সাত ম্যাচের ম্যাচের ৬টিতে তারা জিতেছে, ড্র হয়েছে একটি। 

২০০৭ সালের পর গেল বছর কাতার বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে ক্যাঙ্গারুদের ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মেসি বাহিনী। দুই দলের দ্বৈরথে সবচেয়ে বড় ব্যবধানে জয়টি অস্ট্রেলিয়ার। ১৯৮৮ সালে প্রথম দেখায় ৪-১ গোলের ব্যবধানে জিতেছিল ওশেনিয়া অঞ্চলের দেশটি। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়টি ২০০৫ সালে, ৪-২ গোলে। ড্র হওয়া ম্যাচটির স্কোরলাইন ১-১।

আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ৮ বারের দেখায় সবচেয়ে বেশি গোল করেছে লিওনেল মেসির দেশ। তাদের ১৭ গোলের বিপরীতে অস্ট্রেলিয়ার গোল ৮টি। 

উড়ন্ত আর্জেন্টিনার বিপক্ষে প্রতিশোধ নিতে পারবে অস্ট্রেলিয়া? কাতার বিশ্বকাপে বলতে গেলে আর্জেন্টিনাকে হারিয়ে দিচ্ছিল অস্ট্রেলিয়া। ঢিমেতালে শুরুর ম্যাচে দলকে দারুণ এক গোলে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। প্রতিপক্ষের ভুলে পরে আরও এক গোল পায় আকাশী-সাদারা। কিন্তু অনায়াস জয়ের দিকে এগিয়ে চলা ম্যাচে হঠাৎ নাটকীয়তা, ব্যবধান কমিয়ে আক্রমণে ধার বাড়ায় অস্ট্রেলিয়া। একেবারে শেষ সময়ে তো গোল প্রায় পেয়েই যাচ্ছিল তারা। বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ আর কোনো বিপদ হতে দিলেন না। বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় স্ক্যালোনির দল।

২০২২ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অঘটনের হার বাদ দিলে ৪৫ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে মেসিরা। সর্বশেষ কুরাসাওয়ের বিপক্ষে ঘরের মাঠে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
 
এফআই/এইচজেএস