২০২৬ বিশ্বকাপ বাছাই শুরুর আগে ফিফা উইন্ডোর অংশ হিসেবে এখন চীনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৫ ও ১৯ জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে মেসিদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বেইজিংয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে টিম আলবিসেলেস্তে। এর মধ্যেই খবর, এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।  

চীন সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর ইন্দোনেশিয়ায় দ্বিতীয় ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার। তবে দলের সঙ্গে ইন্দোনেশিয়ায় না গিয়ে অবকাশ যাপনে যাবেন মেসি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গেল বছরের শেষ দিকে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি ক্লাব ফুটবলে গেল কটা মাস ভুলে যাওয়ার মতোই সময় পার করেছেন। ইতোমধ্যে ভবিষ্যৎ গন্তব্যও ঠিক করে ফেলেছেন। আগামী জুলাইয়ে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যাচ্ছেন মেসি। তার আগে ছুটি কাটাবেন আর্জেন্টাইন তারকা। 

পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এরপরই তার সঙ্গে চুক্তি করতে পারবে মায়ামি। তাই সব ঠিক থাকলে তিনি জুনের পর ক্লাবটির হয়ে খেলতে পারবেন। ধারণা করা হচ্ছে আগামী ২১ জুলাই মায়ামির হয়ে মাঠে নামতে পারবেন মেসি। তবে এর আগে ৮ জুলাই ডিসি ইউনাইটেড ও ১৫ জুলাই সেইন্ট লুইস সিটির বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে মায়ামির। স্থানীয় সূত্রের বরাতে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, সেই দুই ম্যাচে নাও পাওয়া যেতে পারে মেসিকে। এমএলএসে তাই মেসির প্রথম ম্যাচটা ক্রুজ আজুলের বিপক্ষেই হতে পারে।

এদিকে, মেসির যোগ দেওয়ার খবরে সকার লিগের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মায়ামির পরবর্তী ম্যাচগুলোর টিকিট সব বিক্রি হয়ে গেছে। আর্জেন্টাইন অধিনায়কের মায়ামিতে যোগ দেওয়া নিয়ে তার সঙ্গে কথা হয়েছে বন্ধু সার্জিও আগুয়েরোর। তখন মেসির কাছে মায়ামির ম্যাচ টিকিট চেয়েছেন তিনি। ইএসপিএন আর্জেন্টিনার সঙ্গে আলাপকালে আগুয়েরো বলেন, ‌‘হ্যাঁ, সে মায়ামিতে যাচ্ছে। সে আমাকে সব জায়গায় অনুসরণ করতে বাধ্য করে (হাসি)। আমি তাকে বললাম আমাকে একটি টিকিট দিতে। সে বলল, ‘‘সব বিক্রি হয়ে গেছে, কোনো টিকিট নাই। আমি জানি না কি হচ্ছে।’

এফআই