আল হিলাল ও বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে গত বুধবার আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, তার নতুন ঠিকানা হতে যাচ্ছে আমেরিকার সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি। চুক্তির আনুষ্ঠানিকতা এখনো শেষ না হলেও মেসি-জ্বরে রীতিমতো কাঁপছে মার্কিন মুল্লুক। 

তবে নতুন ক্লাবে বড়সড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আর্জেন্টাইন তারকার জন্য। বছর পাঁচেক আগে প্রতিষ্ঠিত ক্লাবটি সকার লিগে পয়েন্ট টেবিলের তলানিতে আছে। মেসির নতুন ঘোষণার পর খেলতে নেমেও হারের বৃত্তেই ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি। 

গতকাল নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন কাছে ৩-১ গোলে হেরে গেছে মায়ামি। এ নিয়ে টানা ষষ্ঠ ম্যাচে পরাজিত হলো আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির ভবিষ্যতের ক্লাব। ফলে মেজর সকার লিগের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের তলানিতে পড়ে আছে ক্লাবটি। হারের দিনে প্রতিপক্ষের সমর্থকদের কাছ থেকে দুয়োধ্বনিও শুনতে হয়েছে। ‘কোথায় মেসি’ বলে গলা ফাটান ইংল্যান্ড রেভ্যুলেশনের অনেক সমর্থক। 

আরও পড়ুন: ‘ফুটবলের বৃদ্ধাশ্রমে’ মেসি, আখেরে লাভ আর্জেন্টিনার!

শিকাগোতে অনুষ্ঠিত ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিউ ইংল্যান্ডকে এগিয়ে দেন চার্লস গিল। সাবেক নিউক্যাসল ফুলব্যাক ডিআন্দ্রে ইয়েডলিন বক্সের মধ্যে আনাড়ির মতো ম্যাট পোলস্টারকে ফাউল করায় পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন কর্তব্যরত রেফারি।  

ইনজুরি নিয়ে স্ট্রেচারে করে ফরাসি মিডফিল্ডার কোরেন্টিন জেইন মাঠ ছাড়লে মায়ামির সংকট আরো বেড়ে যায়। ৭ মিনিট পর ম্যাচের ৩৪ মিনিটে গিলের কর্নারের বল দর্শনীয় হেডে জালে জড়িয়ে ইংল্যান্ডকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন পোলস্টার। বিরতির পর ম্যাচের ৫১ মিনিটে ববি উড ফের গোল করলে ৩-০ ব্যবধানের লিড নিয়ে অনেকটাই নির্ভার হয়ে উঠে ইংল্যান্ড। ম্যাচের ৮৪ তম মিনিটে পেনাল্টি থেকে মায়ামির হয়ে শান্ত্বনার এক গোল পরিশোধ করেন জোসেফ মার্টিনেজ। এই নিয়ে অন্ত:বর্তীকালীন কোচ জাভিয়ার মোরালেসের অধীনে টানা দ্বিতীয় পরাজয় দেখলো ইন্টার মিয়ামি।

এফআই