ফাইনালে সিটি-মিলানের দলে যারা, শুরুর একাদশে নেই আলভারেজ
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মহারণে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। সিটির সামনে এটি প্রথমবার ইউরোপসেরা হওয়ার সুযোগ। অন্যদিকে ১৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুলতে চায় ইন্টার মিলান। এছাড়া গার্দিওলার সিটির সামনে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জয়ের হাতছানি। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১টায়।
পেপ গার্দিওলার সিটির জন্য চ্যাম্পিয়ন্স লিগ বরাবরই হাহাকারের নাম। এখন পর্যন্ত শিরোপা দূরে থাক, তারা কেবল ফাইনালই খেলেছে একবার। তাও ২০২১ সালের সেই লড়াইয়ে শিরোপা উৎসব করেছে প্রিমিয়ার লিগেরই আরেক ক্লাব চেলসি। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে সিটির চেয়ে সমৃদ্ধ ইতিহাস ইন্টারের। ইতোমধ্যে তারা তিনবার ইউরোপসেরার এই শিরোপা ঘরে তুলেছে। তবে এই আসরে ফাইনালে তারা উঠেছে ১৩ বছর পর।
বিজ্ঞাপন
এবারই প্রথমবার কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ইতালিয়ান কোনো দলের বিপক্ষে দ্বিতীয় ইংলিশ দল হিসেবে ফাইনাল খেলছে ম্যানসিটি।
ফাইনালে পেপ গার্দিওলার দল খেলছে ৩-২-৪-১ ফরমেশনে। একাদশে যথারীতি আছেন হলান্ড, গুনদোয়ান ও ডি ব্রুইনাসহ প্রত্যাশিত সবাই। তবে শুরুর একাদশে জায়গা পাননি আর্জেন্টাইন তারকা জুলিয়েন আলভারেজ। উল্লেখ্য, রিয়ালের বিপক্ষে সেমির দ্বিতীয় লেগে শেষ মুহূর্তে নেমে গোলের দেখা পেয়েছিলেন এই বিশ্বকাপজয়ী।
অন্যদিকে, ইন্টারের কোচ সিমনে ইনজাগি একাদশ সাজিয়েছেন ৩-৫-২ কৌশলে।
ইন্টার মিলান একাদশ
আন্দ্রে ওনানা; মাত্তেও দারমিয়ান, ফ্রান্সেসকো আচরাবি, আলেসান্দ্রো বাস্তোনি; ডেনজেল ডামফ্রিস, নিকো বারেল্লা, মার্সেল ব্রোজোভিচ, হাকান চহলানোগ্লু, ফেদেরিকো ডিমারকো; এডিন জেকো, লাউতারো মার্টিনেজ।
ম্যানচেস্টার সিটি একাদশ
এডারসন; ম্যানুয়েল অকাঞ্জি, রুবেন দিয়াস, নাথান অ্যাকে; জন স্টোনস, রদ্রি; বানার্দো সিলভা, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান, জ্যাক গ্রিলিশ; আর্লিং হলান্ড।
এফআই/এমজেইউ