আর্জেন্টাইন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসির নামটাই যে পরিস্থিতি বদলে দেওয়ার জন্য যথেষ্ট, তা নতুন করে বলার কিছু নেই। সেই সৌভাগ্যের প্রতীক পেয়ে রীতিমতো উড়ছে ইন্টার মায়ামি। স্বাভাবিভাবেই মেসির আগমন যে তাদের জার্সি বিক্রি, স্পন্সর, টিভি স্বত্ব থেকে আয় থেকে শুরু করে সবকিছু বাড়িয়ে দেবে, তা আগে থেকেই অনুমেয়। এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও প্রতিদ্বন্দ্বী সব ক্লাবকে ছাড়িয়ে যাচ্ছে মায়ামি। ১২ ঘণ্টার ব্যবধানে তাদের ফলোয়ার বেড়েছে প্রায় তিন গুণ (৩৫ লাখ)।

বুধবার সকাল থেকেই আলোচনা চলতে থাকে, বার্সেলোনা ও সৌদির আল-হিলালকে টপকে আমেরিকান মেজর সকার (এমএলএস) ক্লাব মায়ামিকে বেছে নেবেন আর্জেন্টাইন মহাতারকা। দিনের আলো কমতেই সেই ঘোষণা আসে স্প্যানিশ সাংবাদিক গিলেম বালাগের কণ্ঠে। এরপরই মূলত শুরু হয়ে মায়ামির অনুসারীর সংখ্যা। রাত যত বাড়তে থাকে ততই যেন সমর্থকদের আগ্রহে জোয়ার পায়। অবশেষে চূড়ান্ত সেই ঘোষণা আসে রাত সাড়ে ১২টা নাগাদ। এটি যেন ফুটবল সংশ্লিষ্টদের জন্য মায়ামির সামাজিক যোগাযোগমাধ্যমে ঝাঁপিয়ে পড়ার সময়।

আরও পড়ুন >> ডি মারিয়াসহ মেসির যেসব সতীর্থ মায়ামির নজরে

মেসির নামের ওজন এর আগে ২০২১ সালে টের পেয়েছিল পিএসজি। যখন কাতালান ক্লাব ছেড়ে তিনি ফরাসি শিবিরে যোগ দেন, এক লাফে তাদের জার্সির দাম বেড়ে যায়। একেক করে সব মার্কেট স্টক-আউট হতে থাকে। যার রেশ গিয়ে পড়ে ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমেও। এরপর মেসি বিদায় বলাতেই আবার কমতে থাকে পিএসজির অনুসারীর সংখ্যা। তাদের হয়ে মেসি শেষ ম্যাচে খেলার পর মুহূর্তেই কমে যায় ১০ লাখ অনুসারী।

মেসি মায়ামিতে এখনও আনুষ্ঠানিকভাবে যোগ দেননি। কিন্তু তার মুখের কথাতেই হু হু করে বাড়ছে ডেভিড বেকহামের ক্লাবের অনুসারী। এর আগে পর্যন্ত এমএলএস দলগুলোর মধ্যে ইনস্টাগ্রামে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির অনুসারীসংখ্যা ছিল সবচেয়ে বেশি—প্রায় ১৪ লাখ। তাদের অনেক পেছনে পড়ে থাকা মায়ামি এক লাফে অনেক ওপরে ওঠে গেছে।

আরও পড়ুন >> মায়ামির হয়ে মেসির অভিষেক হতে পারে যেদিন

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, মেসির ঘোষণার চার ঘণ্টার মধ্যে মায়ামির ইনস্টাগ্রামে ১৩ লাখ অনুসারী বেড়ে যায়। খেলাধুলার ইতিহাসে খুব কম তারকাই জনতার ওপর এতটা প্রভাব রেখেছেন। এ ব্যাপারে মেসির সঙ্গে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোরই তুলনা চলে।

খেলাধুলাভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমে বিনিয়োগকারী গ্রুপ পম্প ইনভেস্টমেন্টসের প্রতিষ্ঠাতাদের একজন জো পম্পলিয়ানো। তিনি নিজের টুইটের সময় থেকে আগের ৮ ঘণ্টার হিসাব কষেছেন। এই ৮ ঘণ্টায় মায়ামির ইনস্টগ্রামে নতুন অনুসারীসংখ্যা বেড়েছে ২১ লাখ। সংখ্যাটাকে এভাবে ব্যাখ্যা করেছেন পম্পলিয়ানো—এ সময়ের মধ্যে প্রতি ঘণ্টায় মায়ামিতে নতুন অনুসারীসংখ্যা বেড়েছে প্রায় ২ লাখ ৬২ হাজার ৫০০ জন করে। প্রতি মিনিটে তা ৪৩৭৫ জন এবং সেকেন্ডে ৭৩ জন করে নতুন অনুসারী পেয়েছে মায়ামির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

এএইচএস