দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে নেই দিয়াবাতে
ঝিমিয়ে পড়া ঘরোয়া ফুটবল হঠাৎ মোহামেডানের শিরোপায় খানিকটা জেগে উঠেছে। দুদিন আগে ফেডারেশন কাপের শিরোপা জেতা মোহামেডানের ফুটবলারদেরও অবশ্য বিশ্রামের সুযোগ নেই। আগামীকালই (২ জুন) বসুন্ধরা কিংসের বিপক্ষে চ্যাম্পিয়নদের লিগ ম্যাচ। সেই ম্যাচে ফেডারেশন কাপে মোহামেডানের জয়ের নায়ক সুলেমান দিয়াবাতেকে ছাড়াই মাঠে নামতে হবে।
কালকের ম্যাচটি দুই দলের জন্যই একটু ভিন্ন মর্যাদার। বসুন্ধরা গত সপ্তাহে প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে। আর মোহামেডান গত পরশু চ্যাম্পিয়ন হয়েছে ফেডারেশন কাপে। এই দুই চ্যাম্পিয়নের লড়াই হবে আগামীকাল লিগের ম্যাচে। ফলে কালকের এই ম্যাচের দিকে চোখ থাকবে ফুটবল সংশ্লিষ্টদের।
বিজ্ঞাপন
মোহামেডানের বিপক্ষে হারের মধুর প্রতিশোধ নিতে চাইবে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপে কিংসকে হারিয়েই মোহামেডান ফাইনালে উঠেছিল। অন্যদিকে মোহামেডান ফেডারেশন কাপের পর সাফল্যের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর।
মোহামেডানের শিরোপা জয়ের অন্যতম নায়ক তাদের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। আগামীকালের ম্যাচে মালির এই ফুটবলার খেলতে পারছেন না। লিগে ইতোমধ্যে তিনটি হলুদ কার্ড দেখেছেন সুলেমান। তাই কালকের ম্যাচে অধিনায়ককে ছাড়াই মোহামেডানকে মাঠে নামতে হবে।
সুলেমান না থাকা মানে মোহামেডানের শক্তি অনেকটাই কমে যাওয়া। এরপরও কিংসের বিপক্ষে পয়েন্টের প্রত্যাশা ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীবের, ‘মোহামেডান এখন সুন্দর একটি ধারায় রয়েছে। লিগেও আমরা এটা অব্যাহত রাখতে চাই। কাল সুলেমান থাকবে না, এটা আমাদের জন্য একটা বড় ধাক্কা। এরপরও আমাদের পয়েন্ট নেওয়ার সামর্থ্য রয়েছে।’
ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডান ২-১ গোলে বসুন্ধরা কিংসকে হারিয়েছিল। সেই ম্যাচেও গোল করেছিলেন সুলেমান।
আগামীকাল দুই চ্যাম্পিয়নের ম্যাচটি ইতিহাসের পাতাতেও প্রবেশ করবে। বসুন্ধরা কিংস তাদের ভেন্যু কিংস অ্যারেনায় ফ্লাডলাইট স্থাপন করেছে। ইতোমধ্যে সেই ফ্লাডলাইট প্রস্তত। আগামীকাল ম্যাচের দ্বিতীয়ার্ধে জ্বলে উঠবে তার আলো। এর মাধ্যমে বাংলাদেশের কোনো ক্লাবের নিজস্ব হোম ভেন্যুতে ফ্লাডলাইটে খেলার নতুন দৃষ্টান্ত স্থাপন হবে। কাল প্রিমিয়ার লিগের অন্য ম্যাচগুলো বিকেল ৪টায় অনুষ্ঠিত হলেও, কিংসের ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে ৫টায় শুরু হবে। ফ্লাডলাইটে খেলার জন্য ম্যাচটি এক ঘন্টা পিছিয়েছে কিংস। মোহামেডান এতে সম্মতি দিয়েছে।
এজেড/এএইচএস