জিতেও হতাশ লেস্টার, টিকে রইলো এভারটন
মাসখানেক আগেও মনে হচ্ছিল, ইংলিশ প্রিমিয়ার লিগে এবারও শিরোপা লড়াই গড়াবে শেষ দিনে। কিন্তু প্রতিদ্বন্দ্বী আর্সেনালের ছন্দপতনের সুযোগে আগেভাগেই উৎসব সেরে ফেলে ম্যানচেস্টার সিটি। শেষের আগের রাউন্ডে শেষ হয়ে যায় শীর্ষ চারের লড়াইও। উত্তেজনা আর হিসাব-নিকাশের যা কিছু বাকি ছিল, তা তিন দলের অবনমনের শঙ্কা ঘিরে। সেখানে মহামূল্যবান এক জয়ে শীর্ষ পর্যায়ে টিকে থাকার আনন্দে ভাসল এভারটন। আর জিতেও একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ল লেস্টার সিটি।
প্রিমিয়ার লিগে টিকে থাকার সম্ভাবনা নিয়ে শেষ দিনে এভারটন ও লেস্টারের মতো মাঠে নামে লিডস ইউনাইটেডও। একইভাবে ছিটকে পড়ার শঙ্কাও ছিল তাদের সামনে। সেটিই ঘটল তাদের সঙ্গে।
বিজ্ঞাপন
মালির মিডফিল্ডার আব্দুলায়ে দুকুরের একমাত্র গোলে বোর্নমাউথকে হারিয়ে বাজিমাত করে এভারটন। ম্যাচের ৫৭তম মিনিটে গোলটি করেন দুকুরে। তাতে, ৭২ মৌসুম পর অবনমনের যে শঙ্কা উঁকি দিচ্ছিল, তা এড়িয়ে হাসিমুখে মাঠ ছাড়ে এভারটন।
ঐতিহ্যবাহী ক্লাবটি গত মৌসুমেও পড়েছিল একই শঙ্কায়। শেষ পর্যন্ত ১৬ নম্বরে থেকে আসরে শেষ করে তারা।লেস্টারের কেবল জিতলেই হতো না, তাকিয়ে থাকতে হতো এভারটন ম্যাচের দিকে। তাই ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ গোলে জিতেও কাজ হয়নি ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নদের।
ব্ল্যাকবার্ন রোভার্সের পর প্রথম এবং ইতিহাসের দ্বিতীয় প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল হিসেবে দ্বিতীয় স্তরে নেমে গেল লেস্টার। আর লিডস পারেনি নিজেদের কাজটা করতেও। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ঘরের মাঠে ৪-১ গোলে হেরে গেছে তারা।
২০২২-২৩ আসরের পয়েন্ট টেবিলের শেষ তিন দল যথাক্রমে লেস্টার, লিডস ও সাউথ্যাম্পটন। ৮ জয় ও ১২ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বর হয়ে টিকে রইল এভারটন।
এইচজেএস