আর্জেন্টিনায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। নিজেদের বিশ্বকাপ যাত্রার শুরুতেই ইতালির কাছে হোঁচট খায়। সেই হার নেইমার জুনিয়রের উত্তরসূরীদের কঠিন সমীকরণের মুখে ফেলে দেয়। মূলত সেলেসাওদের পথ কঠিন হয়ে ওঠে নাইজেরিয়ার কাছে ইতালির পরাজয়ে। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা শেষ ষোলোয় পা রেখেছে।

শনিবার (২৭ মে) বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ ছিল ব্রাজিলের জন্য ডু অর ডাই ম্যাচ। তবে আরও সমীকরণ ছিল তাদের সামনে। ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে ডমিনিকান রিপাবলিকের বিপক্ষে ইতালিকে হারতে হতো ছোট ব্যবধানে। তবে সেই নির্ভরতায় সন্তুষ্ট নয় ব্রাজিল। তাই অন্তর্বর্তীকালীন কোচ র‌্যামন মেনেজেসের শিষ্যরা ম্যাচ জিতেই নিজেদের মিশনের দিকে এগিয়ে গেল।

নাইজেরিয়ার জন্যও ম্যাচটি ছিল নকআউট পর্বে পা রাখার শেষ লড়াই। তাই তো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বলের দখলে তারা কিছুটা এগিয়েও ছিল। তবে আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। ১৫টি শট নিয়ে ৭টিই লক্ষ্যে রেখেছিল আন্দ্রে সান্তোস, স্যাভিওরা। অন্যদিকে সুপার ঈগলরা ১২টি শট নিলেও মাত্র ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারত নাইজেরিয়া। ডান প্রান্ত থেকে আসা সতীর্থের ক্রসে দারুণ ভলি করেছিলেন পাঁচ নম্বর জার্সিধারী আবেল ওগুয়েচে। তার সেই শট পোস্টে লেগে ফিরে এলে দ্রুত ক্লিয়ার করেন গোলরক্ষক মাইকেল। এরপর দু’পক্ষের কেউই গোল করতে পারছিল না।

ব্রাজিল প্রথম ম্যাচের লিড নেয় ৪২ মিনিটে। মার্কিনিয়োসের কর্নার থেকে পাওয়া বলে হেড দিয়ে জাল খুঁজে নেন জিন।  হেড করে গোল করেন তিনি। ১৯ বছর বয়সী ডিফেন্ডারের এটি চলতি আসরে দ্বিতীয় গোল। এরপর লিড দ্বিগুণ করতে সময় নেয়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্রথম গোলে অ্যাসিস্টের পর এবার গোলের খাতায় নাম লেখান মার্কিনিয়োস। আর্সেনালের এই উইঙ্গার ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে ডি-বক্সে ঢুকে প্লেসিং শটে বল জালে জড়ান।

এরপর আরও সুযোগ তৈরি হলেও, দ্বিতীয়ার্ধে দু’দলের কেউই গোল করতে পারেনি। ২-০ গোলে ব্রাজিল স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে। এ জয়ে ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।

দিনের অন্য ম্যাচে জিতে ইতালিও উঠে গেছে নক আউট পর্বে। তারা হারিয়েছে গ্রুপের তুলনামূলক দূর্বল দল ডমিনিকা রিপাবলিককে। সমান ম্যাচ খেলে ইতালি ও নাইজেরিয়ার পয়েন্টও সমান ৬ করে। গোল ব্যবধানে দুইয়ে ইতালি এবং তিনে অবস্থান নাইজেরিয়ার। তবে এখনও নাইজেরিয়ার সুযোগ শেষ হয়ে যায়নি। গোল ব্যবধানে ৪ দল পরের পর্বে উঠতে পারবে। সেই তালিকায় থেকে সুখবরের আশা রয়েছে নাইজেরিয়ারও।

এএইচএস