ভিনিসিয়ুসের সমর্থনে আফ্রিকান দেশের সঙ্গে ব্রাজিলের প্রীতি ম্যাচ
ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ার ঘট্নায় সবচেয়ে বেশি সোচ্চার ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। শুরু থেকেই তারা তরুণ ফরোয়ার্ডের পাশে পূর্ণ সমর্থন দিয়ে আসছে। এবার ভিনিসিয়ুসের সমর্থনে প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে সিবিএফ। তাও সেটা আফ্রিকান দুটি দেশের সঙ্গে, মূলত গায়ের রঙের কারণে আক্রমণের শিকার হওয়াতেই ব্রাজিল দেশ দুটিকে বেছে নিয়েছে। আগামী জুনেই ম্যাচ দুটি আয়োজনের কথা জানিয়েছেন সিবিএফ সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ।
এর আগে নতুন সভাপতি রদ্রিগেজের অধীনে বর্ণবাদবিরোধী কার্যক্রম শুরু করেছিল ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সেটিকেই এবার ‘বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়’ স্লোগান নিয়ে আরও প্রসারিত করতে চায় তারা। রদ্রিগেজ চান বর্ণবাদসংক্রান্ত ফুটবলীয় আইনে যেন আরও পরিবর্তন আসে এবং ব্রাজিলের আদালত যেন স্টেডিয়ামে হওয়া বর্ণবাদী আচরণের আরও কঠোর শাস্তি দেন।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা জুনের ১৭ তারিখ গিনির বিপক্ষে বার্সেলোনায় প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ৩ দিন পর দ্বিতীয় ম্যাচ খেলবে সেলেসাওরা। সাদিও মানের সেনেগালের বিপক্ষে তারা খেলবে পর্তুগালের লিসবনে। সিবিএফ বলছে ম্যাচ দুটি নিয়ে ভিনিসিয়ুসের সঙ্গে আলোচনা হয়েছে। সেই উদ্যোগে নিজের সমর্থন প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ তারকাও।
আরও পড়ুন >> যে কারণে বর্ণবাদের শিকার হচ্ছেন ভিনিসিয়ুস!
এর আগে মার্চে বর্ণবাদ নিয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রিগেজ বলেছিলেন, ‘ব্রাজিল যেন সারা বিশ্বে বর্ণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেয় এটা আমরা চাই।’ দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছেন রদ্রিগেজ। বর্ণবাদী আচরণে কঠোর শাস্তি প্রয়োগের জন্য তিনি নিজ দেশের আদালতের কাছে আবেদন করেছেন।
সর্বশেষ কাতার বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত কোনো কোচ নিয়োগ দিতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অভ্যন্তরীণ কোচ র্যামন মেনেজেসের অধীনেই তাই ম্যাচ দুটি খেলবে তারা। বর্তমানে মেনেজেস আর্জেন্টিনায় চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ দলকে পরিচালনা করছেন। আসন্ন দুই প্রীতি ম্যাচের আগামীকাল (রোববার) স্কোয়াড ঘোষণার কথা রয়েছে।
এর আগে সিবিএফ প্রধান রদ্রিগেজ কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে প্রধান লক্ষ্যে রাখার কথা জানিয়েছিলেন। ইউরোপীয় মৌসুম শেষে তার ব্যস্ততা কমলেই ব্রাজিলে নিতে আলোচনার কথা বলেছিলেন তিনি। তবে গত সপ্তাহে ইতালিয়ান কোচ বার্নাব্যুর ক্লাবের সঙ্গে চুক্তিতে সম্মানিত বলে জানিয়েছেন আনচেলত্তি। একইসঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত রিয়ালের ডাগআউটে থাকার ইচ্ছাও প্রকাশ করেন।
এএইচএস