অলিম্পিক বাছাইয়ে থাইল্যান্ডের গ্রুপে বাংলাদেশ
নানা নেতিবাচক আলোচনায় গত মার্চ থেকে জর্জরিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাবিনা খাতুনদের অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমারে না পাঠানোয় এর সূত্রপাত হয়। আজ এএফসি’র সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান অঞ্চলে প্যারিস অলিম্পিকের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ‘এইচ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ।
অলিম্পিক বাছাইয়ের ড্রয়ে ৪৩ দেশকে ১১টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়। সেসব গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানারআপের সঙ্গে স্বাগতিক কাতারকে নিয়ে হবে এএফসি অ-২৩ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। ২০২৪ সালের ১৫ এপ্রিল-৩ মে কাতারে চূড়ান্ত পর্ব। বাছাইয়ের সেরা তিন দল জুলাইয়ে প্যারিস অলিম্পিক খেলার সুযোগ পাবে।
বিজ্ঞাপন
এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাইয়ে এইচ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইন। আগামী ৪-১২ সেপ্টেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। গতবার কুয়েত এবং সৌদি আরবের বিপক্ষে হেরে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল। গতবারের তুলনায় এবার বাংলাদেশের গ্রুপিং তুলনামূলক একটু সহজই হয়েছে।
অলিম্পিক ফুটবলে নারী ফুটবলে সিনিয়র দলই খেলে। পুরুষ ফুটবলে সিনিয়র জাতীয় দলের পরিবর্তে খেলবে অ-২৩ দল। অলিম্পিক বাছাইয়ের ম্যাচগুলোতে এশিয়ান ফুটবল কনফেডারেশন আর্থিকভাবে সহায়তা করে না। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে নিজেদের খরচ বহন করতে হবে বাফুফেকে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ অবশ্য জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে ইতোমধ্যে এই টুর্নামেন্ট নিয়ে পরিকল্পনার নির্দেশ দিয়েছেন।
এদিকে, চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়ান গেমস রয়েছে চীনে। এএফসি অ-২৩ টুর্নামেন্ট এশিয়ান গেমসের প্রস্তুতির সহায়ক হবে।
এজেড/এএইচএস