রিয়ালেই থাকছেন আনচেলত্তি
রিয়াল মাদ্রিদের সঙ্গে কোচ কার্লো আনচেলত্তির চুক্তি আগামী বছরের জুন পর্যন্ত। কিন্তু বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, রিয়ালে আনচেলত্তির এটাই শেষ মৌসুম। এরপর তিনি দায়িত্ব নেবেন ব্রাজিল জাতীয় দলের। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে রিয়াল মাদ্রিদ বিধ্বস্ত হওয়ার পর সেই গুঞ্জন আরও ডালপালা মেলেছিল। এ নিয়ে এবার তিনি নিজেই মুখ খুলেছেন।
লা লিগায় আগামীকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ সান্তিয়াগো বার্নাব্যুতে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘পেরেজ (রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ) ও আমি গতকাল কথা বলেছি। আমরা বসেছিলাম এবং তিনি আমার প্রতি তার সমর্থনের কথা জানিয়েছেন। আমরা সিটির বিপক্ষে বুধবার হয়ে যাওয়া ম্যাচটা নিয়ে কথা বলেছি, পরের মৌসুম নিয়েও কথা বলেছি। গত দুই মৌসুম নিয়ে কথা বলেছি। আমরা আরও ভালো করার একই রকম তাড়না নিয়ে এগিয়ে যাব।’
বিজ্ঞাপন
এরপর তাকে সরাসরি জিজ্ঞাসা করা হয়েছে, ক্লাব কি নিশ্চয়তা দিয়েছে যে আগামী মৌসুমে তিনিই কোচ থাকবেন? উত্তর আনচেলত্তি বলেছেন, ‘হ্যাঁ।’
কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে তিতে পদত্যাগ করার পর থেকেই নতুন কোচের খোঁজে আছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সম্ভাব্য কোচ হিসেবে আনচেলত্তির পাশাপাশি নাম এসেছে লুইস এনরিকে, জোসে মরিনিও, জিনেদিন জিদানসহ আরও কয়েকজনের।
তবে ব্রাজিলিয়ান কয়েকজন খেলোয়াড় তাদের পরবর্তী কোচ হিসেবে আনচেলত্তির নাম সংবাদমাধ্যমে বলে দেওয়ার পর এ নিয়ে জোর আলোচনা শুরু হয়। যদি এর মধ্যেই ব্রাজিল আদৌ বিদেশি কোচ নিয়োগ দেবে কি না, সেই বিতর্কও চলছে।
এইচজেএস