বছরের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়ে বেশ চমক জাগিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে তার সময়টা কাটছে এই ভালো-এই খারাপ এরূপ পরিস্থিতিতে। হাত ফসকানো দুটি লিগ শিরোপার পর, রোনালদোরা সৌদি প্রো লিগও হারানোর ঝুঁকিতে আছেন। এমন পরিস্থিতিতে কিছুদিন পরপরই পর্তুগিজ তারকার ইউরোপে ফেরা নিয়ে গুঞ্জন ওঠে। সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে সিআরসেভেনকে কেন্দ্র করে জার্মানির এক ব্যবসায়ীর সঙ্গে বায়ার্ন মিউনিখের যোগাযোগের কারণে!

কিছুদিন আগেও ট্রেবল জয়ের স্বপ্ন দেখছিল জার্মান ফুটবলের জায়ান্ট দলটি। বুন্দেস লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপে তাদের বেশ সুযোগও ছিল। ছিল ফুটবলারদের দারুণ ফর্মও। অথচ এখন সম্পূর্ণ বিপরীত অবস্থানে আছে বাভারিয়ানরা। কেননা, তিনটি শিরোপাই বায়ার্নের হাতছাড়া হয়ে গেছে। 

আরও পড়ুন >> শেষের আগে হাল ছাড়তে রাজি নন রোনালদো

দলের এমন শোচনীয় অবস্থায় পরবর্তী মৌসুম নিয়ে ভাবতে শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। যেখানে আল-নাসরে থাকা রোনালদোকে বাভারিয়ান শিবিরে ভেড়ানোর দাবি উঠেছে। এমন চমকে দেওয়া তথ্যটি জানিয়েছে জার্মান পত্রিকা ‘অ্যাবেন্ডজেইটাং মিউনিখ’। সংবাদমাধ্যমটি বলছে, বায়ার্ন সভাপতি অলিভার কানের কাছে ই-মেইলে বার্তা পাঠিয়েছেন মারকাস শন নামে এক ব্যবসায়ী। হয়তো এই তথ্যটি স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু যে বিষয়টি উল্লেখ্য সেটি হলো- শন একজন ইন্টারনেট বিলিওনিয়ার। ব্যুরো ডট দ্য ওয়েবসাইটের মালিক তিনি। মেইলে শন রোনালদোকে বায়ার্নে ফেরানোর দাবি জানিয়েছেন।

পত্রিকাটির বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম ফুট মার্কাতো বলছে, শন স্বপ্নবিলাসী কেউ নন, কিন্তু তিনি একজন পাক্কা ব্যবসায়ী। তাই তার এমন বার্তায় গভীর অর্থ থাকতে পারে। তার বার্তায় রোনালদো ভালো বেতন পেলে যেকোনো ক্লাবে ফিরতে পারেন বলে উল্লেখ করেন। কারণ ইউরোপীয় ক্লাব ছেড়ে দুই বছরের জন্য ২০০ মিলিয়ন ইউরোতে আল-নাসরে যান পর্তুগিজ সুপারস্টার।

আরও পড়ুন >> ক্ষমা চেয়ে মেসির ভিডিও বার্তার পর রোনালদোর পোস্ট

সৌদি প্রো লিগের ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ আছে পয়েন্ট তালিকার এক নম্বরে। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আল-নাসর। চলমান ২০২২-২৩ মৌসুমের লিগে দুই দলের আর তিনটি করে ম্যাচ বাকি আছে।

ফুটবল ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অবস্থান করছেন ৩৮ বছর বয়সী রোনালদো। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি ব্যালন ডি’অর জেতা এই তারকা ফুটবলারের বর্তমান ক্লাবের অবস্থা শোচনীয় হলেও, ব্যক্তিগতভাবে তিনি পারফর্ম করে চলেছেন। সবমিলিয়ে ১৪টি লিগ ম্যাচে তিনি এখন পর্যন্ত করেছেন ১৩টি গোল। এর আগেও সিআরসেভেনকে বায়ার্নের সঙ্গে জড়িয়ে আলোচনা উঠেছিল, তবে এবার তাদের এক ব্যবসায়ীর আহবান কিছুটা বিস্ময়ও জাগিয়েছে!

এএইচএস