আগামী ২১ জুন থেকে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। আসন্ন টুর্নামেন্টের ড্র আজ (১৭ মে) ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশ বি গ্রুপে পড়েছে। যেখানে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভূটান।

ভারত ও লেবাননকে দুই গ্রুপের দুই শীর্ষ ধরে গ্রুপিং করা হয়। বাংলাদেশ ও পাকিস্তানের র‌্যাঙ্কিং আট দলের মধ্যে সর্বনিম্ন হওয়ায় দু’দল সর্বশেষ পটে ছিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ শেষ পট থেকে প্রথমে দলের নাম উঠান। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাংলাদেশের নাম আগে ওঠে। দেশের নাম উঠানোর পর, আরেকটি পট থেকে তিনি গ্রুপের নামও তুলেন। সেখানে বি গ্রুপে ওঠে।

আরও পড়ুন >> এক যুগ পর আবাহনী-মোহামেডান ফাইনাল

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপে সর্বশেষ সেমিফাইনাল খেলেছে ২০০৯ সালে। এরপর আর গ্রুপের গণ্ডি পার হতে পারেনি। এবার দক্ষিণ এশিয়ার বাইরে দুই দল রয়েছে। বিশেষ করে বাংলাদেশের গ্রুপে থাকা লেবানন টুর্নামেন্টের আট দলের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী। গ্রুপের অন্য দু’দলের মধ্যে মালদ্বীপ ও ভূটানকে সাম্প্রতিক সময়ে হারানোর রেকর্ড নেই বাংলাদেশের। 

এ গ্রুপে স্বাগতিক ভারতের সঙ্গে রয়েছে কুয়েত, নেপাল ও পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলবে সেমিফাইনাল। 

গ্রুপ এ : ভারত, কুয়েত, নেপাল  ও পাকিস্তান
গ্রুপ বি : লেবানন, মালদ্বীপ,ভূটান ও বাংলাদেশ।

এজেড/এএইচএস