শত্রুভাবাপন্ন ঘরের মাঠে প্রত্যাবর্তনের ম্যাচ খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যেখানে দুয়ো শোনা এখন এই বিশ্বজয়ী ফরোয়ার্ডের জন্য একরকম স্বাভাবিক হয়ে গেছে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই সুর নরম করা প্যারিসিয়ানদের জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। তার ফেরার রাতটাও পিএসজি বড় জয়ে রাঙিয়েছে। জোড়া গোল করে দলকে শিরোপার আরও কাছে নিয়ে গেছেন কিলিয়ান এমবাপে।

শনিবার (১৩ মে) রাতে পার্ক দ্য প্রিন্সেসের মাঠে অ্যাজাক্সের বিপক্ষে ফরাসি জায়ান্টরা খেলতে নেমেছিল। মেসি-এমবাপেদের গোল উৎসবের পর শেষদিকে আক্রমণাত্মক হয়ে দু’দলের দুজন লাল কার্ড দেখেছেন। হাতাহাতিতে জড়ানোর আগেই জয় নিশ্চিত করা পিএসজি অ্যাজাক্সকে হারিয়েছে ৫-০ ব্যবধানে। তবে গোলে কোনো অবদান রাখতে পারেননি মেসি। 

অনুমতি ছাড়া সৌদি আরব সফরে যাওয়ায় মাসের শুরুতে পিএসজি আর্জেন্টাইন অধিনায়ককে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল। যা পরে দুই পক্ষের সমঝোতায় ১ ম্যাচে নেমে আসে। এদিন যতবারই পায়ে বল গেছে, ততবারই ‘আল্ট্রাস’ সমর্থকদের দুয়ো শুনেছেন মেসি।

এদিন পিএসজি ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল। বলতে গেলে বেশির ভাগ খেলাই হচ্ছিল অ্যাজাক্সের অর্ধে। যার ধারাবাহিকতায় পিএসজি লিড পেয়ে যায় মাত্র ২২ মিনিটে। প্রতিপক্ষ ডি বক্সে বল পেয়ে খানিকটা সময় নিয়ে জায়গা করে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ। গোলরক্ষক এগিয়ে আসায় গোলে বাধা হতে পারেননি। এর চার মিনিট পরই মেসি গোলপোস্টে শট নেন, তবে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে সেটি গতি হারিয়ে গোলরক্ষকের হাত খুঁজে নেয়।

পিএসজির গোল ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ হাকিমি। ৩৩ মিনিটে ডিফেন্ডারদের জটলার ভেতর ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেলেও, শট নেন এমবাপে। গোলরক্ষকের হাত থেকে সেটি ফাঁকা জায়গায় এসে পড়ে হাকিমির পায়ে। কোনাকুনি শটে সেটিকে মরক্কো ডিফেন্ডার হাকিমি লক্ষ্যভেদ করেন। খানিক পর বক্সের ঠিক বাইরে থেকে মেসির ফ্রি-কিকে বল রক্ষণ দেয়ালে লাগে।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই প্যারিসিয়ানদের ব্যবধান বাড়ান এমবাপে। ক্সে জটলার ভেতর থেকে ফরাসি তারকার শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে গায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়। চলতি লিগ ওয়ানে এটি এমবাপের ২৫তম গোল। গত ৬০ বছরের বেশি সময় প্রথম ফরাসি খেলোয়াড় হিসেবে ফ্রান্সের শীর্ষ লিগে ভিন্ন চার আসরে অন্তত ২৫ গোল করলেন তিনি। ৭ মিনিট পর এমবাপের আরেকটি চমৎকার গোল। নিজেদের অর্ধ থেকে সার্জিও রামোসের লম্বা করে বাড়ানো বল এমবাপে অফসাইড এড়িয়ে ডি বক্সে ঢুকে পড়েন। এরপর বল শূন্যে থাকাবস্থায় জোরালো ভলিতে জালে পাঠান ফ্রান্সের বিশ্বজয়ী তারকা।

৭৩ মিনিটে পিএসজি তাদের পঞ্চম গোলটি পায়। মার্কিনিয়োসের শট আটকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন অ্যাজাক্সের মোহাম্মদ ইউসুফ। এরপর পায়ের খেলা রেখে হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে জড়ান দু’দলের ফুটবলাররা। পরিস্থিতি ঠাণ্ডা হওয়ার পর আশরাফ হাকিমিকে লাল কার্ড দেখান রেফারি। কার্ডজনিত কারণে তিনি পিএসজির সর্বশেষ ম্যাচেও নিষিদ্ধ ছিলেন। পরে ভিএআর দেখে লাল কার্ড দেখানো হয় অ্যাজাক্সের থমাস মাঙ্গানিকেও। দশজনের দলে পরিণত হওয়া দু’দলের কেউই আর গোল করতে পারেনি।

এই জয়ে লিগ-আঁ’র শিরোপা দৌড়ে অনেকটা এগিয়ে গেল পিএসজি। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৮১। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সঙ্গে তাদের ব্যবধান ৬ পয়েন্ট। 

এএইচএস