মেসির ফেরার ম্যাচে এমবাপের ডাবল, শিরোপার কাছে পিএসজি
শত্রুভাবাপন্ন ঘরের মাঠে প্রত্যাবর্তনের ম্যাচ খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যেখানে দুয়ো শোনা এখন এই বিশ্বজয়ী ফরোয়ার্ডের জন্য একরকম স্বাভাবিক হয়ে গেছে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই সুর নরম করা প্যারিসিয়ানদের জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। তার ফেরার রাতটাও পিএসজি বড় জয়ে রাঙিয়েছে। জোড়া গোল করে দলকে শিরোপার আরও কাছে নিয়ে গেছেন কিলিয়ান এমবাপে।
শনিবার (১৩ মে) রাতে পার্ক দ্য প্রিন্সেসের মাঠে অ্যাজাক্সের বিপক্ষে ফরাসি জায়ান্টরা খেলতে নেমেছিল। মেসি-এমবাপেদের গোল উৎসবের পর শেষদিকে আক্রমণাত্মক হয়ে দু’দলের দুজন লাল কার্ড দেখেছেন। হাতাহাতিতে জড়ানোর আগেই জয় নিশ্চিত করা পিএসজি অ্যাজাক্সকে হারিয়েছে ৫-০ ব্যবধানে। তবে গোলে কোনো অবদান রাখতে পারেননি মেসি।
বিজ্ঞাপন
অনুমতি ছাড়া সৌদি আরব সফরে যাওয়ায় মাসের শুরুতে পিএসজি আর্জেন্টাইন অধিনায়ককে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল। যা পরে দুই পক্ষের সমঝোতায় ১ ম্যাচে নেমে আসে। এদিন যতবারই পায়ে বল গেছে, ততবারই ‘আল্ট্রাস’ সমর্থকদের দুয়ো শুনেছেন মেসি।
পিএসজির গোল ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ হাকিমি। ৩৩ মিনিটে ডিফেন্ডারদের জটলার ভেতর ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেলেও, শট নেন এমবাপে। গোলরক্ষকের হাত থেকে সেটি ফাঁকা জায়গায় এসে পড়ে হাকিমির পায়ে। কোনাকুনি শটে সেটিকে মরক্কো ডিফেন্ডার হাকিমি লক্ষ্যভেদ করেন। খানিক পর বক্সের ঠিক বাইরে থেকে মেসির ফ্রি-কিকে বল রক্ষণ দেয়ালে লাগে।
এই জয়ে লিগ-আঁ’র শিরোপা দৌড়ে অনেকটা এগিয়ে গেল পিএসজি। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৮১। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সঙ্গে তাদের ব্যবধান ৬ পয়েন্ট।
এএইচএস