সাফে জামালদের নতুন ম্যানেজার
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাওয়া সাফে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবে মনোনীত হয়েছেন সাবেক ফুটবলার ও ফেডারেশনের নির্বাহী সদস্য আমের খান। আজ (১৩ মে) দুপুরে জাতীয় দল কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের অন্যতম সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের আলোচনায় নির্বাহী কমিটির মধ্য থেকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
বিজ্ঞাপন
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন পেশাদার ম্যানেজার নিয়োগ দিতে চেয়েছিলেন। আড়াই বছর পেরিয়ে গেলেও পেশাদার ম্যানেজার নিয়োগ হয়নি। গত দুই বছর কমিটির বাইরে থাকা সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেনই ম্যানেজার ছিলেন। কমিটির মধ্যে থেকে ম্যানেজার দেওয়ার প্রসঙ্গে জাতীয় দল কমিটির চেয়ারম্যান বলেন, ‘কমিটির মধ্যে বা বাইরে থেকে করার ব্যাপারে সেই রকম কোনো সিদ্ধান্ত নেই। এখন সামগ্রিক প্রেক্ষিতে কমিটির মধ্যে থেকে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু সাফের জন্য।’
সাবেক ফুটবলার আমের খান প্রায় দুই দশক ধরে দেশের শীর্ষ ক্লাব ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার। ২০২০ সালের জাতীয় দলের কয়েক সিরিজে তিনি ম্যানেজারের দায়িত্বে ছিলেন। সিনিয়র সাফে এবারই প্রথম দায়িত্ব তার। জাতীয় দলে পুনরায় ম্যানেজারের দায়িত্ব নিয়ে আমের খান বলেন, ‘দলের শৃঙ্খলা শতভাগ বজায় রাখার ব্যাপারে শতভাগ সচেষ্ট থাকব।’
বর্তমানে জাতীয় দলের পারফরম্যান্স নিম্নগামী। সাফে ২০০৯ সালের পর বাংলাদেশ দল আর সেমিফাইনালে উঠেনি। এই পরিস্থিতিতে জাতীয় দলের ম্যানেজারের পদ চাপ মনে করছেন না আমের, ‘আসলে এখানে চাপ অনুভবের কিছু নাই। বাফুফেতে কাজ করতে এসেছি। সব কাজেই চাপ থাকে।’
২০১৮ ও ২০২১ সালের সর্বশেষ দুই সাফে ম্যানেজার ছিলেন বাফুফের আরেক নির্বাহী সদস্য সত্যজিত দাশ রুপু। এবারের সাফে তার স্থলাভিষিক্ত হচ্ছেন আমের। উভয়েই দীর্ঘদিন দেশের দুই জনপ্রিয় ক্লাবের ম্যানেজার হলেও, তাদের দু’জনের বেড়ে ওঠা ঢাকার গোপীবাগে।
এজেড/এএইচএস