সংবাদ সম্মেলনের ডাক ‘নিষিদ্ধ’ সোহাগের
গত ১৪ এপ্রিল ফিফা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এরপর বাফুফেতেও আজীবনের জন্য নিষিদ্ধ হন তিনি। আগেপরে গণমাধ্যম তার সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া মেলেনি। অবশেষে আগামীকাল (বুধবার) ফিফার সিদ্ধান্ত নিয়ে একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন সোহাগ।
সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন সোহাগের আইনজীবী আজমালুল হোসেন।
বিজ্ঞাপন
স্পোর্টস মিডিয়া ক্রীড়াঙ্গনের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে সোহাগ নিজেই সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র দেন। আইনজীবী আজমালুল হোসেনের প্যাডে সংবাদ সম্মেলনের ভেন্যু ও সময় উল্লেখ করা হয়েছে। অবশ্য সেই প্রেসমিটে সোহাগ নিজে উপস্থিত থাকবেন নাকি তার পক্ষে আইনজীবী আজমালুল সকল কিছু উপস্থাপন করবেন এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া হয়নি।
আরও পড়ুন: সালাউদ্দিন পাবেন ৩৫ হাজার, সোহাগ ৫ লাখ!
১৪ এপ্রিল ফিফার নিষেধাজ্ঞার পরের দিন এই গ্রুপেই সোহাগ তার আইনজীবীর বিবৃতি প্রদান করেছিলেন। ২১ দিন পর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করার কথা ছিল। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সোহাগ কিছু জানায়নি। আগামীকালের সংবাদ সম্মেলনে এই সব বিষয় আলোচনা হতে পারে।
এজেড/এফআই