ছবি: সংগৃহীত

কোপা দেল রে চ্যাম্পিয়ন হওয়ায় রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানিয়েছে তাদের চিরপ্রতিপক্ষ বার্সেলোনা। পরশু রাতে কোপা দেল রের ফাইনালে রদ্রিগোর জোড়া গোলে ওসাসুনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল। এটি তাদের ২০তম কোপা দেল রে শিরোপা। তবে সর্বোচ্চ ৩১ বার চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। অন্যদিকে বার্সার কাছে লা লিগা শিরোপা হারানোর পথে মাদ্রিদের দলটি।

টুইটারে রিয়ালকে খুবই সাদামাটা শুভেচ্ছা জানিয়ে বার্সা লিখেছে, ‘কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হওয়ায় রিয়াল মাদ্রিদকে অভিনন্দন।’ ব্যাস এটুকুই। পোস্টে কোনো ছবিও নেই। অন্যদিকে ফাইনালে হেরে যাওয়া ওসাসুনাও অভিনন্দন জানিয়েছে রিয়ালকে, কোপা দেল রের শিরোপা অর্জন করায় রিয়াল মাদ্রিদকে অভিনন্দন।’ আরও শুভেচ্ছা জানিয়েছে আতলেতিক বিলবাও এবং রিয়াল সোসিয়েদাদ।

আশ্চর্যের বিষয় হলো, রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ কিন্তু কোনো শুভেচ্ছাবার্তা পাঠায়নি। সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টও দেয়নি! বিষয়টি নিয়ে স্প্যানিশ ফুটবলে বেশ কানাঘুষা চলছে। উল্লেখ্য, চলতি মৌসুমে লা লিগা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আছে বার্সেলোনা। লিগের বাকি ৫ ম্যাচে আর একটা জয় পেলেই তারা ৪ বছর পর শিরোপা ঘরে তুলবে।

এইচজেএস