ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে এসে সোনালী ট্রফি জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যা তার ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছে। বিশ্বফুটবলও তার এমন অর্জনে গৌরবের সঙ্গে গ্রহণ করেছে। সে কারণে ক্যারিয়ারের পড়ন্ত বেলাতেও মেসির প্রতি ক্লাবগুলোর আগ্রহের কোনো কমতি নেই। সাবেক ক্লাব বার্সেলোনা ছাড়াও সৌদি, আমেরিকা ও ইংলিশ ক্লাবগুলো তাকে দলে ভেড়াতে মুখিয়ে আছে। কিন্তু এতদিন পর্যন্ত পিএসজির সঙ্গে নিজের শেষ কথা বলছিলেন না এই আর্জেন্টাইন অধিনায়ক। যা পিএসজির প্রতি মেসির আনুগত্যহীনতা বলে মন্তব্য করেছেন ব্রাজিল কিংবদন্তি ফুটবলার রিভালদো।

সম্প্রতি অনুমতি ছাড়া মেসির সৌদি আরব সফর ও সেটিকে কেন্দ্র করে পিএসজিতে এই তারকা ফুটবলারকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা ফুটবলভক্তদের চমকে দিয়েছে। যদিও ইতোমধ্যে অনুমোদনহীন সফরের জন্য ক্ষমা চেয়েছেন মেসি। কিন্তু সবসময় শৃঙ্খলিত আচরণ করা মেসি হঠাৎ কেন এমনটা করলেন, সেটাই রিভালদোর প্রশ্ন!

আরও পড়ুন >> অনুমতি ছাড়া সফরের জন্য ক্ষমা চাইলেন মেসি (ভিডিও)

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে’র সঙ্গে এক সাক্ষাৎকারে মেসি ও পিএসজির সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলেছেন বিশ্বজয়ী এই ব্রাজিলিয়ান। তিনি বলছেন, ‘বর্তমান ক্লাবের (পিএসজি) প্রতি মেসির এমন অসম্মানজনক আচরণ আমাকে মনঃক্ষুণ্ন করেছে। এটা তার ক্যারিয়ারের সঙ্গে বেমানান। শৃঙ্খলার প্রশ্নে তার ক্যারিয়ার এমনিতে পরিষ্কার।’

পিএসজি ছাড়ার বিষয়টি মেসি অন্যভাবেও সামাল দিতে পারতেন বলে মনে করেন রিভালদো, ‘নিশ্চিত করেই সে অন্য কিছু করতে পারত। বিকল্প ছিল আরও। ক্লাবের সঙ্গে কথা বলা, সৌদি আরবের নেতাদের প্যারিসে আসতে দেওয়া কিংবা এসব অভ্যন্তরীণ সমস্যা তৈরি না করেই মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি ইতি টানতে পারত। একইসঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারত মেসি।’

আরও পড়ুন >> ‘আল হিলালে খেলবেন মেসি, সৌদি গিয়েছিলেন বাড়ি দেখতে’

এদিকে, পিএসজির সঙ্গে এমন তিক্ত সম্পর্কের পরপরই সৌদির পক্ষ থেকে এই আর্জেন্টাইন মহাতারকাকে বিশাল অঙ্কের প্রস্তাবের কথা জানায় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। সে হিসেবে তার পরবর্তী গন্তব্য হিসেবে দেশটির ক্লাব আল হিলালকে নিয়ে বেশ জোরালো আলোচনা শুরু হয়। যদিও সাবেক ক্লাব বার্সেলোনা ও লা লিগার মধ্যে মেসিকে ফেরানোর একটা প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া  মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে ইংলিশ ক্লাবের পক্ষ থেকেও মেসির প্রতি আগ্রহের বিষয়ে।

আরও পড়ুন >> মেসিকে নিয়ে মুখ খুললেন পিএসজি কোচ

তবে মেসি সৌদির ক্লাবে পাড়ি জমান, এমনটা চান না ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রিভালদো, ‘আমি বুঝতে পারি, খেলোয়াড়েরা কখনও কখনও সৌদি আরবের বড় অঙ্কের চুক্তির ফাঁদে পড়ে যায়। কিন্তু সেখানে জীবন খুব আঁটসাঁট। তারা যেমনটা মনে করে, সেখানের ফুটবলে খেলাটা এতটা সহজ নয়।’

আল হিলালে মেসিকে নেওয়ার গুঞ্জন থাকলেও, বর্তমানে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে মনোযোগ ক্লাবটির। কোচ রামন দিয়াজও তাই এই মুহূর্তে মেসিকে নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন। অন্যদিকে, মেসিকে বার্সায় ফেরানো কঠিন বলে মনে করছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তিনি পিএসজিতে মেসির বর্তমান বেতনের চেয়ে কমমূল্যে তাকে রাজি করানো এবং কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করার কথা জানান।

এএইচএস