ছবি: সংগৃহীত

তরুণদের মধ্যে পায়ের জাদুতে ফুটবল দুনিয়াকে মোহিত করতে উঠে আসছেন কোন ফুটবলাররা। তেমন খেলোয়াড়দের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবলভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটারি। গত এক বছরের হিসাব কষে তারা দেখিয়েছে অনূর্ধ্ব ২৩ বছর বয়সে আক্রমণভাগের যেসব খেলোয়াড় ঘরোয়া লিগে অন্তত ১৫০০ মিনিট খেলেছেন, তাদের মধ্যে সবচেয়ে সফল ড্রিবলিং করা খেলোয়াড়টি হলেন ভিনিসিয়াস জুনিয়র।

প্রতি ড্রিবলে কত সময় লেগেছে, ড্রিবলে সাফল্যের হার এবং নিজ দলের খেলোয়াড় আর প্রতিপক্ষ দলের সক্ষমতা বিবেচনায় এই তালিকা তৈরি করেছে সিআইইএস।

ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে আসেন ভিনিসিয়াস। সাম্প্রতিক সময়ে নিজেকে ফুটবলের অন্যতম সেরা তারকাদের একজন হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন ভিনি। গোল করেছেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও। সিআইইএসের হিসাব বলছে, দারুণ সময় পার করা ব্রাজিলিয়ান এই তারকা প্রতি ১৫ মিনিট ৩২ সেকেন্ডের মধ্যে একটি ড্রিবল সফলভাবে করতে পেরেছেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তার সাফল্যের হার ৫০.৩ শতাংশ।

ভিনিসিয়াসের পরের নামটি অবশ্য খুব পরিচিত কারও নয়। তিনি হলেন সান্তোসের অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ভিনিসিয়ুসের চেয়ে কম প্রতিদ্বন্দ্বিতাময় ফুটবল খেলা ভিনির স্বদেশি এই ফুটবলারের সাফল্যের হার ৬৪.৩ শতাংশ। গ্যাব্রিয়েল প্রতি ১৩ মিনিট ৫৬ সেকেন্ডে একটি করে সফল ড্রিবল সম্পন্ন করেছেন।

তবে নিজ দল ও প্রতিপক্ষ দলের শক্তির মাত্রায় ভিনির চেয়ে পিছিয়ে আছেন এই ব্রাজিলিয়ান। তিন নম্বরে আছেন বায়ার্ন মিউনিখ তারকা জামাল মুসিয়ালা, যার সাফল্যের হার ৬০.১ শতাংশ। আয়াক্সের মোহাম্মদ কুদুস আছেন তালিকার ৪ নম্বরে।

এইচজেএস